বাংলা হান্ট নিউজ ডেস্ক: যা আশঙ্কা করা হচ্ছিলো, সেটাই অবশেষে সত্যি হলো। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের (এআইএফএফ) কাজে তৃতীয় পক্ষের (সুপ্রিম কোর্ট) হস্তক্ষেপের কারণে ভারতের ফুটবলকে বড় শাস্তি মুখে ফেললো ফিফা। ফিফা কর্তৃক জারি নির্দেশনায় অনির্দিষ্টকালের জন্য ভারতকে ফুটবল থেকে ব্যান করা হয়েছে। অর্থাৎ আসন্ন ফিফা অনূর্ধ্ব ১৭ মহিলা বিশ্বকাপও আর আয়োজন করতে পারবে না ভারত।
সেই সঙ্গে নিষেধাজ্ঞা নিয়ে ফিফার কাছ থেকে পরবর্তী কোনও নির্দেশ না আসা পর্যন্ত ভারতীয় জাতীয় পুরুষ ও মহিলা ফুটবল দল কোনও আন্তর্জাতিক ম্যাচেও মাঠে নামতে পারবে না।।<span;>জুনিয়র বা সিনিয়র কোনও পর্যায়েই আপাতত আন্তর্জাতিক ম্যাচ খেলার অধিকার নেই ভারতের। এর পাশাপাশি ভারতীয় ক্লাবগুলি এএফসি মহিলা ক্লাব চ্যাম্পিয়নশিপ, এএফসি কাপ এবং এএফসি চ্যাম্পিয়ন্স লিগের মতো প্রতিযোগিতাগুলিতেও অংশগ্রহণ করতে পারবে না আর।
ফিফা বরাবরই কোনও দেশের ফুটবল নিয়ামক সংস্থার দায়িত্বে অন্য কোনও পক্ষের হস্তক্ষেপের ব্যাপারে কঠোর পদক্ষেপ নিয়ে এসেছে। এআইএফএফ-এর কার্যনির্বাহী কমিটির ক্ষমতা ততক্ষণ রদ থাকবে যতক্ষণ না তারা দৈনন্দিন বিষয়গুলির সম্পূর্ণ নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করার বিশ্বাসযোগ্য প্রমাণ ফিফাকে দিতে পারবে। এরজন্য ফিফা প্রশাসকদের একটি কমিটি গঠনের আদেশ দিয়েছে। তারা ব্যাপারটি নিশ্চিত করলে তবেই এই স্থগিতাদেশ প্রত্যাহার করা হবে।
এই ব্যানের কারণে ফিফা অনূর্ধ্ব-১৭ মহিলা বিশ্বকাপ ২০২২ যা ভারতের মাটিতে ১১ থেকে ৩০শে অক্টোবর অবধি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, তা এবার আর ভারতের মাটিতে অনুষ্ঠিত হতে পারবে না। ফিফা ইতিমধ্যে এই প্রতিযোগিতার বিষয়ে পরবর্তী পদক্ষেপগুলি মূল্যায়ন করে দেখছে। কোনও দেশের ফুটবল স্থগিত থাকুক তা ফিফার কাছেও কাম্য নয়, ভারতের ক্রীড়া মন্ত্রকের সাথে তারা যোগাযোগে রেখে চলেছে এবং দুই পক্ষই আশাবাদী যে বিষয়টির একটি ইতিবাচক ফলাফল এখনও অসম্ভব হয়ে পড়েনি।