রণক্ষেত্র ভাটপাড়া! ইট, পাথর, লাঠি, রড নিয়ে জাওয়ানদের সাথে সংঘর্ষে মেতে ওঠে জনতা

 

বাংলা হান্ট ডেস্ক: পুলিস-জনতা সংঘর্ষে ফের অস্বস্তিকর পরিস্থিতি ভাটপাড়ায়, তৈরি হয়েছে রণক্ষেত্র। কমব্যাট ফোর্স ও র‍্যাফকে লক্ষ্য ইট-পাটকেল ছোড়াছুড়ি শুরু করে জনতা। জওয়ানদের দিকে লাঠি-রড নিয়ে তেড়ে যায় তারা। শেষমেষ কাঁদানে গ্যাস ব্যবহার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিস।

 

বিগত কয়েক দিন ধরেই এক অপ্রস্তুত অবস্থার সৃষ্টি হয়েছে ভাটপাড়া-কাঁকিনারায়। বৃহস্পতিবার দুজন প্রাণ হারান গুলিবিদ্ধ হয়ে। শুক্রবার ওই দুজনের দেহ নিয়ে বিজেপি একটি মিছিল করার কথা ভেবেছে। কিন্তু এর আগেই বারাকপুর কমিশনারেটের একটি দল ঢোকে এলাকায়। পুলিস তাদের বলে, অশান্তির পরিস্থিতি যাতে সৃষ্টি না হয় বিধায়ক ও সাংসদদের ছাড়াই এই মিছিল করা উচিত। কারণ পুলিসের আশঙ্কা তাঁরা থাকলে আইন-শৃঙ্খলা ও পরিস্থিতির অবনতি হতে পারে।

a50ef img 20190621 wa0066

এরপরই জনতা উত্তেজিত হয়ে তেড়ে যান পুলিসের দিকে, কয়েকজন যুবক ইট-পাটকেল ছোড়ে কমব্যাট ফোর্স ও র‍্যাফের জওয়ানদের লক্ষ্য করে। এমনকি লাঠি-রড বেরিয়ে আসেন কয়েকজন। পুলিশ বাধ্য হয় পিছু হটতে, র‍্যাফের কয়েকজন জওয়ান মাটিতে পড়ে যান। অনেকে আবার জখম হন ইটের ঘায়ে। অবশেষে পুলিশ কাঁদানে গ্যাস ব্যবহার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এছাড়াও ঘটনাস্থলে উপস্থিত ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং ও নোয়াপাড়ার বিধায়ক সুনীল সিং এর অনুরোধে নিয়ন্ত্রণে আসে জনতা, এরপর শুরু করা হয় মিছিল।

সম্পর্কিত খবর