ভাঙলো বাড়ি, জখম হলো মানুষ, তৃণমূল-বিজেপি সংঘর্ষে ধুন্ধুমার কান্ড খেজুরিতে

বাংলা হান্ট ডেস্কঃ

খেজুরির কন্ঠিবাড়িতে BJP ও তৃণমূলের সংঘর্ষ। দুপক্ষের সংঘর্ষে আজ দুপুর থেকে এলাকায় উত্তেজনা ছড়ায় দফায় দফায়। ঘটনায় জখম হয় একজন। সংঘর্ষের খবর পেয়ে পুলিশ আসে ঘটনাস্থলে, তাতে আরও উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। অভিযোগ, BJP কর্মীরা পুলিশের গাড়ি লক্ষ্য করে হামলা চালায়।

 

স্থানীয় সূত্রে খবর, আজ দুপুরেই এই ঘটনার সূত্রপাত। এলাকারই এক BJP কর্মীকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে মারধর করে তৃণমূলের লোকজন, খবর চাউর হতেই উত্তেজনা ছড়ায় এলাকায়।

1c859 img 20190601 wa0035 1

জানা গেছে, দলীয় কর্মীর উপর হামলার প্রতিশোধ নিতে BJP কর্মীরা তৃণমূলের পার্টিঅফিসে হামলা চালিয়ে ভাঙচুর করে। তৃণমূল কর্মীরা বাধা দিতে গেলে, তখনই দুপক্ষের মধ্যে শুরু হয়ে যায় সংঘর্ষ। খেজুরি থানার পুলিশ ঘটনাস্থানে পৌঁছায় সংঘর্ষ থামাতে। তখন হামলা চালানো হয় পুলিশের গাড়ির উপরও। তবে জানা গেছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় পুলিশ।

সম্পর্কিত খবর