শাহরুখ-সইফকে ‘শাট আপ’! ভরা মঞ্চে অপমানের জবাব কিং খানের মুখের উপরে দিয়েছিলেন নীল নীতিন মুকেশ

বাংলাহান্ট ডেস্ক : শৈশবেই পা রেখেছিলেন বলিউডে। আজ বলিউড কাঁপাচ্ছেন এই অভিনেতা। একের পর এক সিনেমায় অভিনয় করে মন কেড়েছেন ভক্তদের। তিনি বলিউড তারকা নীল নীতিন মুকেশ। ‘বিজয়’ ও ‘জেয়সি করনি ওয়েসি ভরনি’ ছবি দিয়ে বলিউড জগতে পা রাখেন এই অভিনেতা। যদিও এই দুই ছবিতে শৈশব বয়সে দেখা গিয়েছে তাঁকে।

২০০৭ সালে বলিউড জগতে মুখ্য চরিত্রে আত্মপ্রকাশ করেন এই তারকা। ‘জনি গাদ্দার’ ছবিতে দেখা যায় তাঁকে। তবে কেবল মাত্র নায়ক হিসাবে নন, তিনি ধরা দিয়েছেন খলনায়ক চরিত্রেও। ‘শাহু’ ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করতে দেখা গিয়েছে এই বলি তারকাকে।

jpg

তবে বলিপাড়ায় কান পাতলেই শোনা যায় বহু পুরনো এক ঘটনা। এক পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে হাজির হয়েছিলেন বলিউডের এই অভিনেতা। তাঁর সঙ্গে ছিলেন তাঁর বাবা। অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন শাহরুখ খান এবং সইফ আলি খান।

হাস্য কৌতুক ছলেই এই অভিনেতাকে উদ্দেশ্য করে প্রশ্ন ছুঁড়ে দেন বলিউড বাদশা। আর তাতেই রেগে আগুন অভিনেতা। সকলের সামনেই অভিনেতাকে শাহরুখ প্রশ্ন করেন ‘তোমার নাম তো নিল নীতিন মুকেশ, সবটাই প্রথম নাম তাহলে তোমার টাইটেল কী? ‘ প্রশ্ন শুনেই অভিনেতা বলে ওঠেন ‘জাস্ট শাট আপ!’

আবারও একই প্রশ্ন তাঁকে ছুঁড়ে দেন সইফ আলি খান। রাগান্বিত স্বরেই অভিনেতা বলেন,’আমার পাশে আমার বাবা বসে আছেন। আমার মনে হচ্ছে আমাকে অপমান করা হচ্ছে। তাই জাস্ট শাট আপ!’ যদিও এরপরও কিন্তু কৌতুক করা বন্ধ করেননি দুই সঞ্চালক।

additiya

সম্পর্কিত খবর