বিজেপি করার অপরাধে মদের বোতল ভেঙ্গে মার , গুরুতর আহত ১

 

বাবলু প্রামানিক, দক্ষিণ ২৪ পরগনা

সপ্তম দফা লোকসভা ভোট কাটতে না কাটতেই কোথাও বিরোধীদের ভাঙচুর করে বাড়ি ঘর ।আবার রাতের অন্ধকারে বিজেপি কর্মীদের ধরে এলোপাতাড়ি মারে সেই মারে হাসপাতালে ভর্তি অনেক বিজেপি কর্মী। এবার তার অন্য রুপ দেখল বাসন্তী ।লোকসভা ভোটে বিজেপির হয়ে প্রচার দলীয় প্রার্থীর পতাকা ফেস্টুন লাগানো ও বিজেপি কে ভোট দেওয়ার অপরাধে মদের বোতল ভেঙ্গে এলোপাথাড়ি মার । গুরুতর আহত এক বিজেপি কর্মী ।আহতের নাম বাবলু সরদার (২৭)।

 

অভিযোগের তীর তৃণমূলের দিকে। ঘটনাটি ঘটেছে , বাসন্তী থানার ৫ নং চড়াবিদ্যা গ্রামে । ঘটনা সূত্রে , লোকসভা ভোটে বিজেপির হয়ে কাজ এবং বিজেপিকে ভোট দেয় বাবলু । আর তাতেই রেগে আগুন তৃণমুলের আঞ্চল কমিটির কর্মীরা ।

42d36 img 20190502 105802 1

আর ভোট মিঠতেই গভীর রাতে মদ খেয়ে মদের বোতল ভেঙ্গে বাবলুকে মারধর করে তৃনমূলের কয়েকজন কর্মী । এমনটাই দাবী পরিবারের । এরপর গুরুতর আহত অবস্থায় ঘটনা স্থল থেকে বাবলু কে উদ্ধার করে নিয়ে ক্যানিং মহকুমা হাসপাতালে । বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন বাবলু । এবিষয়ে বাসন্তী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে বাবলুর পরিবার ।

সম্পর্কিত খবর