ঝড়ের নাম ‘ফণী’ না ‘ফেণী’ এই নিয়েই বচসা, গুরুতর আহত হলেন ৯ জন

 

বাংলা হান্ট ডেস্ক :- গতকাল দুপুর ২টো নাগাদ ঘটনাটি ঘটে পূর্ব মেদিনীপুর জেলার রসলপুর গ্রামে।

ঘটনাটি শুনতে বিচিত্র হলেও এটিই সত্যি। ওই গ্রামের ই অনন্ত বিশ্বাস নামে বছর ২৫ এর এক যুবকের বচসা বাঁধে ওই গ্রামেরই আর এক যুবক বলরাম সাহু(২৪)র সাথে। তাদের ঝগড়ার কেন্দ্রবিন্দু ছিল আগত ঝড়ের নাম ‘ফণী’ না ‘ফেণী’???।

84c6b img 20190504 121432 1

ঝগড়া চলাকালীন হঠাৎ অন্তত একটি লাথি মেরে বসে বলরাম কে। পাল্টা বলরাম একটি চড় কসিয়ে দেয় তার গালে। এরপরেই হয় আসল ঘটনাটি। দুজনেই ছেলে জোগাড় করে। তারপর তারা বাঁশ, লাঠি দিয়ে মারামারি শুরু করে। কিসময় পর ওই গ্রামের অনান্য বাসিন্দারা এসে পরিস্থিতি সামাল দেয়। তবে এই ঝামেলায় দুপক্ষের মোট ৯ জন গুরুতর আহত হয়েছে। তাদের নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে।

সম্পর্কিত খবর