গুজরাটের প্রথম প্লাজমা ডোনার স্মৃতি ঠক্কর, এবার এনার জন্য প্লাজমা থেরাপির মাধ্যমে করা হবে করোনার চিকিৎসা

বাংলা হান্ট ডেস্কঃ গুজরাটে করোনা ভাইরাসের চিকিৎসায় প্লাজমা থেরাপি (plasma therapy) প্রণালী ব্যাবহার করার অনুমতি দেওয়া হয়েছে। এই থেরাপির অনুমতি পাওয়ার পর করোনা ভাইরাসকে হারিয়ে সুস্থ হওয়া স্মৃতি ঠক্কর (Smriti Thakkar) গুজরাটের প্রথম প্লাজমা ডোনার (Plasma Donor) হলেন। উনি আহমেদাবাদের সিভিল হাসপাতালে রক্তদান করেছেন, এবার ওনার প্লাজমার ব্যবহার করে করোনার রোগীদের চিকিৎসা করা হবে।

smriti

যখন কোন ব্যাক্তি করোনার সংক্রমণ থেকে ঠিক হয়ে যান, তখন তাঁর শরীরে করোনা ভাইরাসের প্রকোপ প্রতিরোধ করর জন্য বিশেষ প্রকারের অ্যান্টিবডি বিকশিত হয়। এর মানে এই যে, বাইরে থেকে যেই ভাইরাস শরীরের ভিতরে প্রবেশ করে, অ্যান্টিবডি শরীরের ভিতরে থেকে সেই সেই ভাইরাসকে প্রতিহত করে।

এই প্লাজমা থেরাপি কোন নতুন থেরাপি না। এর আগেও ডিপথেরিয়া, সার্স এর মতো মহামারীর ক্ষেত্রেও এই প্রণালী ব্যবহার করা হয়েছিল। এই চিকিৎসা ব্যবস্থার প্রয়োগের পর সফলতা হাসিল হয়েছিল। বর্তমানে বিশ্বের অনেক দেশে করোনার বিরুদ্ধে লড়াই করার জন্য এই প্রণালীর ব্যবহার করা হচ্ছে।


Koushik Dutta

সম্পর্কিত খবর