বাংলাহান্ট ডেস্কঃ নির্বাচনের পূর্বে আবারও প্রকাশ পেল তৃণমূলের (All India Trinamool Congress) গোষ্ঠী কোন্দল। বঙ্গধ্বনি যাত্রাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল পূর্ব বর্ধমানের (Purba Bardhaman) গলসী। ধাক্কাধাক্কি, গালিগালাজ এমনকি চুলের মুঠি ধরে টানাটানির শিকার হলেন তৃণমূল বিধায়ক অলোক মাঝি।
ঘটনার সূত্রপাত হয় বঙ্গধ্বনি যাত্রাকে কেন্দ্র করে। অভিযোগ উঠেছিল, দলীয় প্রধান এবং উপপ্রধানকে বাদ দিয়েই বঙ্গধ্বনি যাত্রা শুরু করেছিলেন বিধায়ক। সেই নিয়ে বিক্ষোভ চরম আকার ধারণ করেছিল। এই ঘটনার পরও অভিযোগ উঠেছে, এদিনও অনুষ্ঠান শুরুর নির্দিষ্ট সময়ের পূর্বেই বঙ্গধ্বনি যাত্রা শুরু করে দেন বিধায়ক। শুধুমাত্র নিজের অনুগামীদের নিয়েই শুরু করেন এই বঙ্গধ্বনি যাত্রা। যার জেরেই ঘটে বিপত্তি।
বঙ্গধ্বনি যাত্রা অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য মারো গ্রামের বুদবুদ বিডিও অফিসের কাছে একজোট হয়েছিলেন বেশ কয়েকজন তৃণমূল কর্মী। তারা সেখানে গিয়ে সবকিছু চুপচাপ দেখে। এরপর তারা যখন জানতে পারেন, তারা সেখানে পৌঁছানোর আগেই অনুষ্ঠান শেষ হয়ে গেছে, ক্ষোভে ফেটে পড়েন তৃণমূল সমর্থকরা। রাগের মাথায় বিক্ষোভ প্রদর্শন করতে থাকে তৃণমূল সদস্যরা।
তৃণমূল বিধায়ককে সভা শেষ করে বিডিও অফিসে ফিরে আসতে দেখেই তাঁর উপর চড়াও হন উত্তেজিত তৃণমূল সমর্থকরা।বিধায়ককে ধাক্কাধাক্কি করতে থাকেন ক্ষিপ্ত সদস্যরা। অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে, এমনকি বিধায়কের চুলের মুঠিও ধরেও টানতে থাকেন উত্তেজিত জনতারা।
এবিষয়ে স্থানীয় এক তৃণমূল নেতা ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘কদিন আগেই যারা বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছে, তারাই এখন বিধায়কের কাছের লোক হয়েছে। আর আমরা পুরনো লোকরা বাদ পড়লাম। এই কাছের কজন অনুগামীকে নিয়েই বিধায়ক বঙ্গধ্বনি যাত্রা শুরু করে দিয়েছিলেন’।