বাংলাহান্ট ডেস্ক : ২০২২ সালের টেট পরীক্ষার (TET Examination) ফলাফল প্রকাশিত হয়েছে আজ। ১ লক্ষ ৫০ হাজার ৪৯১ জন পরীক্ষার্থী এবার টেট পাস করেছেন। লক্ষ লক্ষ পরীক্ষার্থীকে পিছনে ফেলে দিয়ে টেটে প্রথম স্থান দখল করেছেন পূর্ব বর্ধমানের ইনা সিংহ। টেটে প্রথম স্থান অধিকার করার পর স্বাভাবিকভাবে খুশি ইনা।
ফল প্রকাশ হওয়ার পর সাংবাদিকদের মুখ ভরা হাসি নিয়ে বললেন, “ভালো লাগছে খুব।” বাড়ির আর্থিক অবস্থা খুব একটা ভালো নয় ইনা সিংহর। কোনওমতে সংসার চালান ইনা। এখন একমাত্র রোজগেরে তিনি। পাড়ায় জেনারেটরের লাইন দেওয়ার কাজ করতেন ইনার বাবা। কিন্তু এখন তিনি সেই কাছ থেকে বিরত। সংসার সামলান মা।
টিউশনি পড়িয়ে ইনা যেটুকু টাকা রোজগার করেন সেই দিয়েই চলে সংসার। বাড়ির সামনে একটি দোকান ঘর ভাড়ায় দেওয়া আছে। সেখান থেকে আয় হয় সামান্য। এভাবে দারিদ্রের সাথে লড়াই করা ইনা আজ লক্ষ লক্ষ পরীক্ষার্থীকে পেছনে ফেলে দিয়ে টেটে দখল করেছেন প্রথম স্থান।
কলকাতার রাস্তায় বসে যে সকল টেট পরীক্ষার্থীরা আন্দোলন করছেন তাদের কথাও স্মরণ করলেন ইনা। জানালেন তিনি তাদের যোদ্ধার থেকে কম কিছু মনে করেন না। ইনা বলেছেন, “যাতে তারা সাফল্য পান, সেই আশাই রাখবো।” একই সাথে নিজের লড়াইকেও যোদ্ধার মত করে দেখছেন ইনা। তিনি বলেন,”আমি নিজের জায়গা তৈরি করেছি যোদ্ধার মত লড়াই করে।”
প্রসঙ্গত, টেট সংক্রান্ত একাধিক মামলা চলছে কলকাতা হাইকোর্টে। এক্ষেত্রে ইনা আদালতের ভূমিকাকে ‘বৈপ্লবিক’ বলে আখ্যা দিয়েছেন। এ প্রসঙ্গে তার অভিমত, “তরুণ প্রজন্মের প্রতিনিধি আমরা যারা তারা এরকমটাই দেখতে চাই। অনেকক্ষেত্রে বিপ্লব দমে গিয়েছে মানুষের মধ্যে। কিন্তু আদালত বর্তমানে তা আবার জাগিয়ে তুলছে।”