বিগ বি থেকে উত্তম কুমারের, এই বিশেষ কারণেই সাফল্য! ফিল্মি দুনিয়ায় খ্যাতির ‘যোগ’ কী জানেন?

বাংলাহান্ট ডেস্ক : ছোটবেলা থেকেই অনেকের স্বপ্ন থাকে অভিনেতা-অভিনেত্রী হওয়ার। তবে ফিল্ম ইন্ডাস্ট্রিতে (Film Industry) ক্যারিয়ার তৈরি করা মোটেও মুখের কথা নয়। পরিশ্রম তো বটেই, তার সাথে প্রায়োজন হয় ভাগ্যের। ভারতীয় জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী জন্মছকে এমন কিছু গ্রহের বলবত্তার দরকার হয় যা ফিল্ম ইন্ডাস্ট্রিতে (Film Industry) ক্যারিয়ার তৈরি করতে সহায়ক হতে পারে। আজ আমরা জেনে নেব জন্ম কুণ্ডলিতে কোন কোন গ্রহের বলবত্তা দরকার ফিল্ম ইন্ডাস্ট্রিতে ক্যারিয়ার তৈরি করার জন্যে।

ফিল্ম ইন্ডাস্ট্রিতে (Film Industry) সাফল্যের রহস্য

• শুক্র : কুণ্ডলিতে শুক্র গ্রহের অবস্থান ও বলবত্তা প্রয়োজন হয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে (Film Industry) ক্যারিয়ার তৈরির জন্য। জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী শুক্র গ্রহ ফিল্ম ইন্ডাস্ট্রি পরিচালনা করে। এছাড়াও ভোগ-বিলাশের প্রধান কারক গ্রহ শুক্র।

• বুধ : জ্যোতিষ শাস্ত্র মতে বুধ একজন মানুষের বাক চাতুরতা নিয়ন্ত্রণ করে। বুধ গ্রহের অবস্থান ভালো হলে জাতক-জাতিকাদের মধ্যে ভালো কথা বলার ক্ষমতা থাকে।

আরোও পড়ুন : হয়ে পড়েছিলেন অন্তঃসত্ত্বা, তাই কি তড়িঘড়ি বিয়ের সিদ্ধান্ত? স্বামী আর পরিবারের কথা মেনেই… মুখ খুললেন শ্রীময়ী

• রবি : জন্ম কুণ্ডলিতে রবি গ্রহ মান-যশ-প্রতিপত্তির কারক গ্রহ। রবি গ্রহের অবস্থান ভালো হলে ফিল্ম জগতে মান-সম্মানের পথ প্রশস্ত করে।

• মঙ্গল : জ্যোতিষ শাস্ত্র বলে, জন্ম কুণ্ডলিতে মঙ্গলের অবস্থানও গুরুত্বপূর্ণ চলচ্চিত্র জগতে ক্যারিয়ার করার ক্ষেত্রে। মঙ্গলের অবস্থান ভালো হলে গবেষণা ভিত্তিক ও সাইন্স ফিকশান ছবিতে সুনাম অর্জন করার সুযোগ থাকে।

Film Industry

• কিছু গুরুত্বপূর্ণ রাজযোগ : ভারতীয় জ্যোতিষ বলে পঞ্চ মহাপুরুষ যোগ হরস্কোপে থাকলে সেই জাতক বা জাতিকা জীবনে লাভ করেন সফলতার চরম সীমা। উত্তম কুমার, অমিতাভ বচ্চন, দেব আনন্দের মতো খ্যাতনামা চিত্র তারকাদের জন্ম ছকেও এই ধরনের পঞ্চ মহাপুরুষ যোগের অবস্থান দেখা যায়। পঞ্চ মহাপুরুষ যোগের মধ্যে রয়েছে রুচক যোগ, ভদ্রক যোগ, হংসক যোগ, মালব্য যোগ, শশ যোগ। এছাড়াও নিচ-ভঙ্গ রাজযোগ যথেষ্ট গুরুত্বপূর্ণ একটি রাজযোগ জীবনে সফলতার শীর্ষে পৌঁছানোর জন্য। পাশাপাশি শুক্র ও চন্দ্রের সমন্বয়ে তৈরি ‘ফেমাস যোগ’ বিশেষ পরিচিতি দিতে সাহায্য করে ফিল্ম ইন্ডাস্ট্রিতে (Film Industry)।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর