অতিরিক্ত গরমে আবারো গোলযোগ, কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বন্ধ ছবির প্রদর্শনী

বাংলাহান্ট ডেস্ক: একের পর এক বিভ্রাট কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে (Kolkata International Film Festival)। উদ্বোধনী অনুষ্ঠানের পরের দিনই নন্দন ১ প্রেক্ষাগৃহে ছবির প্রদর্শনী সাময়িক ভাবে বন্ধ হয়ে যাওয়ার অভিযোগ উঠেছিল। তারপর দুদিন যেতে না যেতেই আরেক বিপত্তি। এবার সমস‍্যা নন্দন ২ তে।

চলচ্চিত্র উৎসবের চতুর্থ দিনে নন্দন ২ এর প্রেক্ষাগৃহে  এক ওড়িয়া ছবির প্রদর্শনীর সময় দীর্ঘক্ষণ স্ক্রিন কালো হয়ে থাকে। এমনকি ছবির শুরুতে জাতীয় সঙ্গীত চলার সময়েও নাকি কোনো আওয়াজ পাওয়া যায়নি বলে অভিযোগ করেছেন দর্শকরা।

IMG 20220427 125917
এদিন নন্দন ২ তে ‘কম্পিটিশন অন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ ফিল্মস’ বিভাগে ‘মাইন্ড গেম’ নামের একটি ওড়িয়া ভাষার ছবির প্রদর্শনী ছিল। দুপুল দেড়টা নাগাদ প্রদর্শনী শুরু হওয়ার কথা থাকলেও দীর্ঘক্ষণ সময় ধরে পর্দা কালো হয়ে ছিল। প্রায় ১:৫০ মিনিট নাগাদ শুরু হয় প্রদর্শনী। এমনকি ছবি শুরু হওয়ার আগে জাতীয় সঙ্গীত পর্যন্ত শোনা যায়নি বলে দাবি করেছেন দর্শকরা।

এর আগে গত মঙ্গলবার প্রায় ১০-১৫ মিনিট নন্দন ১ এ শো বন্ধ রাখা হয়। ওই সময়টা নাকি প্রচণ্ড গরমে সার্ভার কাজ করছিল না। যদিও নন্দনের তরফে দাবি করা হয়েছে, পুরোটাই রটনা। হ‍্যাঁ, শো দশ মিনিটের জন‍্য বন্ধ রাখা হয়েছিল ঠিকই। সেটা প্রযুক্তিগত কিছু সমস‍্যার জন‍্য। দ্রুত সেটা ঠিক করেও ফেলা হয়।

তবে অত‍্যধিক গরমের জন‍্য যে সার্ভার কাজ করা বন্ধ করে দিয়েছিল বলে রটেছে সেটা গুজব বলেই দাবি করেছে নন্দন সিনেমা হল কর্তৃপক্ষ। তারা জানিয়েছে, প্রজেকশন রুমের তাপমাত্রা অত‍্যন্ত কম করে সেট করা থাকে। তাই গরমের জেরে কোনো বিপত্তি ঘটার সম্ভাবনাই নেই।

এদিকে KIFF কমিটির চেয়ারম‍্যান রাজ চক্রবর্তী জানিয়েছেন, এইসব বিপত্তিই ঘটছে অতিরিক্ত গরমের জন‍্য। সার্ভার রুম গরম হয়ে যাওয়ায় যান্ত্রিক ত্রুটি দেখা দিচ্ছে। সে কারণে অতিরিক্ত এয়ার কন্ডিশনারেরও নাকি ব‍্যবস্থা করা হয়েছে।

Niranjana Nag

সম্পর্কিত খবর