ফাইনালে আগে কে এগিয়ে মুম্বাই ইণ্ডিয়ান্স না চেন্নাই সুপার কিংস?

গৌরনাথ চক্রবর্ত্তী : রবিবার দ্বাদশ ভিভো আই পি এলের মুখোমুখি হবে রোহিতের মুম্বাই ইণ্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংস।

প্রথম কোয়ালিফায়ারে চেন্নাইকে হারিয়ে আগেই ফাইনালে উঠেছে তিন বারের চ্যাম্পিয়ন মুম্বাই ইণ্ডিয়ান্স।শুক্রবার দ্বিতীয় কোয়ালিফায়ারে দিল্লী ক্যাপিটালসকে পরাজিত করে দ্বিতীয় দল হিসাবে ফাইনালে পৌঁছায় তিনবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস।
রবিবার ১২ মে হায়দরাবাদে মুম্বাই ইণ্ডিয়ান্সের বিরুদ্ধে ফাইনালে মুখোমুখি হতে চলেছে চেন্নাই সুপার কিংস। এর আগে দুই দলই তিনবার করে আই পি এলে চ্যাম্পিয়ন হয়েছে।

দুই দলই তিনবার করে ফাইনালে মুখোমুখি হয়।তারমধ্যে দুবার মুম্বাই ইণ্ডিয়ান্স ফাইনালে হারিয়েছে চেন্নাইকে।২০১০ সালে ফাইনালে মুম্বাই ইণ্ডিয়ান্সকে ২২ রানে হারিয়ে আই পি এলে প্রথমবারের জন্য চ্যাম্পিয়ন হয় চেন্নাই সুপার কিংস।
২০১৩ সালে চেন্নাই সুপার কিংসকে ২৩ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয় মুম্বাই ইণ্ডিয়ান্স।
২০১৫ সালে ফের ফাইনালে দুইদলই মুখোমুখি হয়। চেন্নাই সুপার কিংসকে ৪১ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয় মুম্বাই ইণ্ডিয়ান্স।


চতুর্থ বারের জন্য খেতাব জিততে মরিয়া দুই দলই। এখন দেখা যাক রবিবার কোন দল চ্যাম্পিয়ন হয়।

সম্পর্কিত খবর