ফিরছে ঋত্বিক-অন্বেষার এভারগ্রীন জুটি! ঘোষণা হল স্লট, ‘আনন্দী’র কোপে বন্ধ হচ্ছে কোন মেগা?

 

বাংলা হান্ট ডেস্ক : অবশেষে ঘোষণা হল ঋত্বিক-অন্বেষার নতুন সিরিয়াল ‘আনন্দী’র স্লট (Anondi Slot)। এমন কিছু ‘এভারগ্রীন’ জুটি থাকে যাঁদের সিরিয়াল শেষ হওয়ার পরেও ভুলতে পারেন না দর্শক। বাংলা সিরিয়ালের জগতে এমনই এক জনপ্রিয় জুটি হলেন ঋত্বিক মুখার্জী এবং অন্বেষা হাজরা (Writtik Mukherjee-Annwesha Hazra)। দর্শকদের অত্যন্ত পছন্দের মেগা সিরিয়াল ‘এই পথ যদি না শেষ হয়’-এর  হাত ধরেই প্রথম উত্থান হয়েছিল এই জুটির। প্রথমবার একসাথে জুটি বেঁধেই দর্শকদের মন জয় করে নিয়েছিলেন ঋত্বিক-অন্বেষা (Writtik-Annwesha)।

ঘোষণা হল ‘আনন্দী’র স্লট (Anondi Slot)

এই মেগা সিরিয়াল শেষ হওয়ার পর তাঁরা ফিরেছেন আবার নতুন রূপে। গত মাসের মাঝামাঝি সময়েই প্রথম প্রকাশ্যে এসেছে ঋত্বিক-অন্বেষার নতুন ধারাবাহিক ‘আনন্দী’র (Anondi Slot) প্রথম প্রোমো। সেই থেকেই এই মেগা সিরিয়ালটি সম্প্রচারের সময় জানার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন দর্শক। অবশেষে অনুরাগীদের অপেক্ষার অবসান ঘটিয়ে রবিবার রাতেই ঘোষণা করা হয়েছে এই নতুন মেগা সিরিয়ালের সম্প্রচারের সময়।

কবে থেকে সম্প্রচারিত হবে ‘আনন্দী’?

জানা যাচ্ছে, আগামী ২৩ সেপ্টেম্বর থেকে সন্ধ্যা সাড়ে ছ’টায় সম্প্রচারিত হবে এই মেগা। এরফলে আগামী দিনে আনন্দীর (Anondi Slot) কড়া টক্কর হতে চলেছে প্রতিপক্ষ চ্যানেল স্টার জলসার বেঙ্গল টপার ধারাবাহিক ‘গীতা এলএলবি’র  সাথে। আনন্দীর আগমনে শেষ হয়ে যাচ্ছে জি বাংলার জনপ্রিয় মেগা সিরিয়াল ‘কে প্রথম কাছে এসেছি।’ চার মাস পূর্ণ হওয়ার আগেই এত অল্প দিনে এই ধারাবাহিকের সম্প্রচার বন্ধ হয়ে যাওয়ায় বেজায় চটেছেন দর্শকরা।

আরও পড়ুন : TRP উঠবে চড়চড়িয়ে! সৃজনের দেওয়া সিঁদুর সিঁথিতে উঠতেই স্মৃতি ফিরবে পর্ণার? আসছে জমজমাট পর্ব

কোন সিরিয়াল শেষ হচ্ছে?

সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিচ্ছেন ঋক-মধুবনী জুটির ভক্তরা। কিছুদিন আগেই জানা গিয়েছিল এই মেগা সিরিয়ালের অন্তিম পর্বের শুটিং সম্পন্ন হবে আগামী কাল অর্থাৎ ১০ সেপ্টেম্বর। আর এবার ‘আনন্দী’ সম্প্রচারের সময় ঘোষণা করার সাথে সাথেই মিহি-মধুবনী জুটির মেগা সিরিয়ালের সম্প্রচারের সময় বন্ধ করার খবরে পড়ল সিলমোহর।

সম্প্রতি যিশু উজ্জ্বল সেনগুপ্ত প্রোডাকশন হাউজ থেকে বেরিয়ে নিজস্ব প্রযোজনা সংস্থা খুলেছেন নীলাঞ্জনা সেনগুপ্ত। ডিভোর্সের জল্পনার মাঝেই দুই মেয়ের নামে  খুলেছেন ‘নিনি চিনিস মাম্মাস প্রোডাকশন হাউজ।’ সেই ব্যানারেই তৈরি হচ্ছে এই ‘আনন্দী মিষ্টি কথার পাঁচন।’ এবার ঋত্বিক-অন্বেষার এই মেগা টেলিভিশনের পর্দায় দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছেন দর্শক।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর