বাংলা হান্ট ডেস্কঃ প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় অবশেষে কালীঘাটের কাকু (Kalighater Kaku) ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। মঙ্গলবার আলিপুরের বিশেষ সিবিআই আদালতে তাঁর নমুনা সংগ্রহের প্রক্রিয়া শুরু হয়। সূত্রের খবর কাকুর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের পর তা দিল্লিতে CFSLএ পাঠানো হবে। সেখান থেকেই সিবিআই-এর কাছে থাকা কাকুর কণ্ঠস্বরের সঙ্গে মিলিয়ে দেখা হবে নমুনার কণ্ঠস্বর।
কালীঘাটের কাকুর (Kalighater Kaku) কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করল CBI
দীর্ঘদিন ধরেই সুজয় কৃষ্ণ ভদ্রের কন্ঠস্বরের নমুনা সংগ্রহ করার চেষ্টা করছিল সিবিআই। কিন্তু অসুস্থতার কারণ দেখিয়ে বারবার আদালতে হাজিরা এড়িয়ে যাচ্ছিলেন কাকু (Kalighater Kaku)। এই কারণেই কাকুর কন্ঠস্বরের নমুনা সংগ্রহের প্রক্রিয়া এতদিন সম্পন্ন হয়নি। ৫ বার হাজিরা এড়ানোর পর মঙ্গলবার আদালতে হাজিরা দিয়েছিলেন সুজয়কৃষ্ণ ভদ্র।
বিচারক সিবিআই’কে তাঁর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের নির্দেশ দেওয়ার পর এদিন আদালতেই তাঁর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হয়। সিবিআই সূত্রে খবর কাকুর কণ্ঠস্বরের নমুনা দিল্লিতে CFSLএ পাঠানো হবে। সেখান থেকেই সিবিআই-এর হাতে থাকা কন্ঠস্বরের সঙ্গে নমুনার কণ্ঠস্বর মিলিয়ে দেখা হবে। কণ্ঠস্বর মিলিয়ে গেলে নিয়োগ দুর্নীতি তদন্তের মোড় ঘুরে যেতে পারে বলেও মনে করা হচ্ছে।
আরও পড়ুন: রেশনের চলেই থাকবে ‘পুষ্টির খনি’! কানাডার সংস্থার সাথে চুক্তি রাজ্যের
![CBI fails to take Kalighater Kaku Sujay Krishna Bhadra voice sample again CBI fails to take Kalighater Kaku Sujay Krishna Bhadra voice sample again](https://banglahunt.com/wp-content/uploads/2025/02/CBI-fails-to-take-Kalighater-Kaku-Sujay-Krishna-Bhadra-voice-sample-again.jpg)
এমনকি বাজার দর থেকে অস্বাভাবিক বেশি দামে লিপস অ্যান্ড বাউন্ডসের থেকে কাকুর সংস্থা পরিষেবা কিনেছে বলেও তদন্তে জানিয়েছে সিবিআই। এখন দেখার শেষ পর্যন্ত কাকুর কণ্ঠস্বরের নমুনা থেকে নতুন কোনো তথ্য জানা যায় কিনা!