বাংলা হান্ট ডেস্কঃ কেন্দ্রের পর এবার রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর। বছরে নিয়ম করে দুবার ডিএ বৃদ্ধি (Dearness Allowance) করে কেন্দ্র সরকার। সেই পথে হেঁটেই এবার মহার্ঘ ভাতা বা ডিএ (DA) বৃদ্ধি করল রাজ্য সরকার। যদিও কেন্দ্রের তুলনায় কিছুটা কম ডিএ বৃদ্ধি করেছে রাজ্য। যা নিয়ে সরকারি কর্মীদের একাংশের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।
কিছুদিন আগে ডিএ বৃদ্ধি করেছে কেন্দ্র সরকার। কেন্দ্রের সরকারি কর্মীদের ৩% হারে ডিএ বৃদ্ধি করা হয়েছে। এদিকে বহু কাঠখড় পোড়ানোর পর কর্ণাটকের রাজ্য সরকরি কর্মীদের ডিএ বাড়ানো হয়েছে ২.২৫ শতাংশ হারে। এর আগে এই সরকারি কর্মীদের ডিএ ছিল ৮.৫০ শতাংশ। এবার তা বেড়ে হল ১০.৭৫ শতাংশ। যা কার্যকর হবে ২০২৪ সালের ১ জুলাই থেকে।
প্রসঙ্গত কিছুদিন আগেই এই রাজ্য সরকারি কর্মীরা ডিএ বৃদ্ধির দাবি তুলে কর্ণাটক রাজ্য সরকারি কর্মীদের সংগঠনের সভাপতি সিএস সদাক্ষারী অর্থ দফতরের অতিরিক্ত মুখ্য সচিব এলকে আতিকের সঙ্গে দেখা করে এই বিষয়ে কথা বলেন। এর আগে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে ডিএ বৃদ্ধির দাবি জানিয়েছিলেন কর্ণাটকের রাজ্য সরকারি কর্মীরা।
ঠিক কবে ডিএ বাড়ানো হবে এই প্রশ্ন তুলে সরকারের দিকে তাকিয়ে ছিলেন রাজ্য সরকারি কর্মীরা। অবশেষে ডিএ বাড়ানো হল। তবে এই বর্ধিত ডিএ নিয়ে খুশি নন অধিকাংশ সরকারি কর্মচারীই। যেহেতু কেন্দ্রীয় সরকারি কর্মীদের সাথে ডিএ-র ফারাকটা বিরাট।
দীপাবলির আগে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ৩ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা করা হয়েছে। যে ডিএ বেড়েছে তা পাওয়া যাবে ১ জুলাই থেকে। আগে চলতি বছরের মার্চ মাসে শেষবার ডিএ (Dearness Allowance) বৃদ্ধির ঘোষণা করেছিল কেন্দ্র। সেই সময় ৪ শতাংশ ডিএ বৃদ্ধি করা হয়েছিল। জানুয়ারি মাসে মহার্ঘ ভাতা ৪৬ শতাংশ থেকে ৫০ শতাংশে পৌঁছয়। আর এবারে মহার্ঘভাতা বেড়ে হচ্ছে ৫৩ শতাংশ।
আরও পড়ুন: ‘এতদিন আমাকে..,’ মুখ খুললেন কালীঘাটের কাকু? এবার হাইকোর্টে মামলা
নিয়ম করে বছরে দু’বার নিজের কর্মীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি করে কেন্দ্রীয় সরকার। জানুয়ারি এবং জুলাই এই দুই মাসে এই ভাতা কার্যকর করা হয়। জুলাই থেকে ডিসেম্বর মাসের জন্য কেন্দ্রীয় কর্মীদের জন্য ডিএ বৃদ্ধির ঘোষণা করা হয়েছে। এরপর ২০২৫ সালের জানুয়ারিতে ফের ডিএ বাড়বে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের। তারপর বাড়বে জুলাই মাসে।