অবশেষে দুর্দিন শেষ হবে Paytm-এর! শীঘ্রই কেন্দ্র নিতে পারে এই সিদ্ধান্ত, সামনে এল বড় তথ্য

বাংলা হান্ট ডেস্ক: বর্তমানে RBI (Reserve Bank Of India)-র নিষেধাজ্ঞা পাওয়ার পর আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে Paytm। ঠিক এই আবহেই এবার একটি বড় খবর সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, Paytm তার গুরুত্বপূর্ণ পেমেন্ট গেটওয়েতে বিনিয়োগের অনুমোদন পেতে পারে। এদিকে, এই খবর সামনে আসার পরেই কঠিন সময়ের মধ্যে দিয়ে যাওয়া এই ফিনটেক কোম্পানি কিছুটা স্বস্তি পেতে পারে।

উল্লেখ্য যে, গত ২ বছর ধরে এই অনুমোদন আটকে আছে। বিষয়টির সাথে জ্ঞাত সূত্রগুলি জানিয়েছে যে, চিনা শেয়ারহোল্ডার অ্যান্ট গ্রুপ কোং (Ant Group Of Co.) Paytm-এ তার অংশীদারিত্ব হ্রাস করেছে এবং এর পরে এই বিষয়ে সরকারের মনোভাব পরিবর্তিত হয়েছে। একটি সূত্রের মতে, কয়েকদিনের মধ্যেই Paytm বিনিয়োগের অনুমোদন পেতে পারে।

how to set up a paytm business account 750x500 1677035876

এদিকে, এই বিনিয়োগ Paytm-কে সেই ইউনিট উন্নত করতে সাহায্য করবে যেটি অনলাইন লেনদেন প্রক্রিয়া করে। যদিও এই বিনিয়োগটি  ১০০ কোটি টাকার কম হবে। তবে এটি ইঙ্গিত দেবে যে Paytm-এর বিশ্বাসযোগ্যতা সরকারের দৃষ্টিতে এখনও ভালো। সম্প্রতি, Paytm Payments Bank-এর ওপর রিজার্ভ ব্যাঙ্কের পদক্ষেপের পরে, সংস্থাটিকে নিয়ে উদ্বেগ বেড়েছে।

আরও পড়ুন: এবার বিয়ে করলেই হয়ে যাবেন লাখপতি! ১০ লক্ষ টাকা দেবে রাজ্য সরকার, কপাল খুলবে এই দুর্দান্ত স্কিম

জানিয়ে রাখি যে, রিজার্ভ ব্যাঙ্ক Paytm Payments Services-এর পেমেন্ট অ্যাগ্রিগেটর লাইসেন্সের আবেদনকে ২০২২ সালে হোল্ড করেছিল। পাশাপাশি, ব্যাঙ্কিং নিয়ন্ত্রক Paytm (One97 Communications Limited)-কে আগের বিনিয়োগের জন্য কেন্দ্রীয় সরকারের কাছ থেকে অনুমোদন পেতে বলে। One97 Communications Limited-এ অ্যান্ট গ্রুপের অংশীদারিত্ব ছিল প্রায় ২৫ শতাংশ। এদিকে, ভারত সরকার চিন থেকে আগত বিনিয়োগের ওপর তদন্ত প্রক্রিয়া কঠোর করে।

আরও পড়ুন: মহিলা প্লেয়ারদের উপর হামলা! ভারত চ্যাম্পিয়ন হলেও ট্রফিতে ভাগ বসাল বাংলাদেশ, চরম নাটক ঢাকায়

Paytm-এর প্রতিষ্ঠাতা বিজয় শেখর শর্মা গত বছর অ্যান্ট গ্রুপের কাছ থেকে ১০.৩ শতাংশ শেয়ার কিনেছিলেন এবং এরপরে তিনি One97-এর বৃহত্তম শেয়ারহোল্ডার হয়েছিলেন। এই চুক্তির পরে, Paytm-এ তার শেয়ার ২৪ শতাংশেরও বেশি বেড়েছে। সূত্র জানিয়েছে যে, এই চুক্তি Paytm Payments Services-এর প্রতি সরকারের আস্থা বাড়িয়েছে। প্রস্তাবটি এখন চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষা করছে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর