অবশেষে সুখবর, বাবা হচ্ছেন বরুণ ধাওয়ান! সোশ্যাল মিডিয়ায় জোর জল্পনা

Last Updated:

বাংলাহান্ট ডেস্ক : বলিপাড়ায় (Bollywood) কান পাতলেই শোনা যাচ্ছে খুব শীঘ্রই নাকি বাবা হচ্ছেন বরুণ ধাওয়ান (Varun Dhawan)। যদিও এ বিষয়ে কখনই প্রকাশ্যে মুখ খুলতে দেখা যায়নি অভিনেতা কিংবা তাঁর স্ত্রী নাতাশাকে। তবে সোশ্যাল মিডিয়ায় চলছে জল্পনা। আর এসবের মাঝেই ঘটে গেল এক ঘটনা। আর তাতেই অভিনেতার ভক্তরা মনে করছেন সত্যি এবার সকলকে সুখবর শোনাবেন বরুণ।

২০২১ সালের ২৪ শে জানুয়ারি ছোটবেলার বান্ধবী নাতাশার সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন বরুণ। স্ত্রীর প্রতি প্রেম জাহির করতে কখনই পিছুপা হন না এই তারকা। মাত্র কয়েকদিন আগেই নীতা আম্বানির পার্টিতে স্ত্রী এর সঙ্গে লেন্সবন্দি হয়েছিলেন ডেবিড ধাওয়ানের কনিষ্ঠ পুত্র। আর এসবের মাঝেই এলো সুখবর।

Varun-Natasha

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে অভিনেতা এবং তার স্ত্রীয়ের একটি ভিডিও। জানা যাচ্ছে, নাতাশাকে নিয়ে নাকি স্ত্রী বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে গিয়েছিলেন অভিনেতা। মায়ানগরীর খারে অবস্থিত সেই ক্লিনিকের বাইরে ক্যামেরাবন্দি হয়েছেন এই তারকা জুটি। আর এতেই দুয়ে দুয়ে চার করছেন অভিনেতার ভক্তরা। অনেকেই কমেন্ট বক্সে জানিয়েছেন শুভেচ্ছা। যদিও সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে কিছুই বলতে চাননি বরুণ কিংবা নাতাশা।

Varun-Natasha

চলতি বছরের সিনে অ্যাওয়ার্ডের মঞ্চে উঠে এসেছিল অভিনেতার বাবা হওয়ার প্রসঙ্গ। আসলে মাত্র কয়েকদিন আগেই মাতৃত্বের স্বাদ পেয়েছেন বরুণের বান্ধবী আলিয়া। তাই অনেকেই ভেবেছেন এবার হয়তো বরুণের পালা। এ বিষয়ে প্রশ্ন করা হলে জবাবে অভিনেতা বলেন, ‘ আলিয়া মা হয়েছে বলে কি আমাকেও বাবা হতে হবে? তবে তোমাদের যখন এত ইচ্ছা তখন আমি অবশ্যই নাতাশার সঙ্গে আলোচনা করব’।

Varun-Natasha

উল্লেখ্য, অভিনেতার রয়েছে একটি চার পেয়ে সন্তান। তাকে নিয়েই সুখে দিন কেটে যাচ্ছে তারকা দম্পতির। এছাড়াও খুদে ভাইজি এবং ভাইপোর সঙ্গে ভীষণ বন্ধুত্ব বরুনের। তাই তাদেরকে নিয়ে ব্যস্ত থাকতেও ভালবাসেন অভিনেতা। খুব শীঘ্রই তাকে দেখা যাবে ‘বাওয়াল’ ছবিতে। এই প্রথমবার জাহ্নবী কাপুরের সঙ্গে জুটি বাঁধছেন অভিনেতা।

সম্পর্কিত খবর

X