মমতা ব্যানার্জী দেবী, উনি গোটা ভারতের মা! ঘরওয়াপসি হতেই মমতা বন্দনায় রাজীব

বাংলা হান্ট ডেস্কঃ আর কোনও লুকোচুরি নয়, এবার বিজেপির সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করে তৃণমূলে ফিরলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেন খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ত্রিপুরার আগরতলায় পালা বদলের ডাক দিয়ে এদিন তৃণমূলে যোগ দেন বাংলার প্রাক্তন বনমন্ত্রী। আর পুরনো দলে ফেরা মাত্রই শুরু করে দেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বন্দনা। বাংলার মুখ্যমন্ত্রী গোটা ভারতের মা বলে আখ্যা দেন রাজীব বন্দ্যোপাধ্যায়।

এদিন তৃণমূলে যোগ দিয়ে রাজীববাবু জানান যে তিনি লজ্জিত। পাশাপাশি ক্ষোভ উগরে দেন বিজেপির বিরুদ্ধে। তিনি বলেন, বিজেপি কোনদিনও মানুষের কথা ভাবেনি। মমতা বন্দ্যোপাধ্যায় সবসময়ই মানুষের হয়ে কাজ করেছেন। তিনি সর্বদা মায়ের মতো করে রাজ্যবাসীকে আগলে রেখেছেন। রাজীব বন্দ্যোপাধ্যায় বলেন, ‘মমতা ব্যানার্জী দেবী, গোটা ভারতের মা।”

রাজীববাবু আরও বলেন, অভিমানে ভুল করে ফেলেছিলাম। রাগের বশে বড় ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম। অভিষেক তখনও আমাকে বোঝানোর চেষ্টা করেছিল। কিন্তু আমি শুনি। যখন নিজের ভুল বুঝতে পারি, তখন অনেক দেরি হয়ে গিয়েছিল। এখন আমি লজ্জিত ও অনুতপ্ত।

প্রসঙ্গত, বাংলার ফলাফল ঘোষণা হওয়ার পর থেকেই বিজেপির সঙ্গে দূরত্ব বজায় রেখে চলছেন রাজীব বন্দ্যোপাধ্যায়। ডোমজুরে নিজের আসনে লজ্জাজনক হারের পর তিনি আর বিজেপির কোনও মিটিং, মিছিল বা বৈঠকে যোগ দেন নি। পাশাপাশি তিনি উল্টে বিজেপিতে থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে ব্যাট ধরেছিলেন। আর এখন তিনি ফের তৃণমূলেই ফিরে গেলেন।

বাংলার বিধানসভা নির্বাচনের আগে কলকাতা থেকে চাটার্ড ফ্লাইট করে দিল্লি গিয়ে অমিত শাহের সঙ্গে দেখা করে বিজেপিতে যোগ দেওয়া রাজীব বন্দ্যোপাধ্যায় এবার কলকাতা থেকে বিমানে করে আগরতলায় গিয়ে তৃণমূলে যোগ দিলেন।

Koushik Dutta

সম্পর্কিত খবর