অবশেষে ধর্মঘট তুলে নিল বাংলাদেশী ক্রিকেটাররা, নির্দিষ্ট সময়েই ভারত সফরে আসছেন সাকিবরা।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে সোমবার থেকে 11 দফা দাবি নিয়ে ধর্মঘটে বসেছিলেন বাংলাদেশী ক্রিকেটাররা। অবশেষে সেই ধর্মঘট উঠে গেল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দেওয়া আশ্বাসের ফলে, অবশেষে ঝামেলা মিটিয়ে নিল ক্রিকেটাররা। এর ফলে ভারত সফরের জন্য যে নির্দিষ্ট সূচি ছিল সেই সুচিতেই ভারত সফরে আসছে বাংলাদেশ ক্রিকেট দল।

সোমবার বাংলাদেশের প্রথম সারির বেশ কয়েকজন ক্রিকেটার তাদের ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে অভিযোগ এনেছিলেন যে এই মুহূর্তে বাংলাদেশ ক্রিকেট সঠিক পথে যাচ্ছে না। ক্রিকেটারদের কোন রকম সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে না ক্রিকেট বোর্ড। এমন কি তারা সঠিক সময়ে বেতন পর্যন্ত পাচ্ছেন না এবং ক্রিকেট খেলার জন্য যে ন্যূনতম পরিকাঠামোর প্রয়োজন সেই পরিকাঠামোয় ঘাটতি রাখছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আর তাই তারা বিভিন্ন দাবি নিয়ে সোমবার শের-ই-বাংলা স্টেডিয়ামে ধর্মঘটে বসেছিলেন। আর সেই ধর্মঘটের প্রধান মুখ ছিলেন বাংলাদেশ ক্রিকেট দলের টি-টোয়েন্টি এবং টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান। তামিম ইকবাল মুশফিকুর রহিম এর মত সিনিয়র ক্রিকেটাররাও সেই ধর্মঘটে সামিল হয়েছিলেন।

114586321fa3ce46733c49ff31cf63699ac195022

বাংলাদেশী ক্রিকেটাররা তাদের 11 দফা দাবি নিয়ে তাদের বোর্ডের কাছে দাবি রেখেছিলেন যে যতদিন না পর্যন্ত তাদের সমস্ত দাবি দওয়া বাংলাদেশ ক্রিকেট বোর্ড মেনে নিচ্ছেন ততদিন পর্যন্ত তারা ধর্মঘট তুলবে না। অর্থাৎ ক্রিকেটের কোন কাজের সাথে যুক্ত হবেন না ক্রিকেটাররা। আর এর ফলে আগামী মাসে শুরু হতে চলা ভারত- বাংলাদেশ সিরিজ অনিশ্চিত হয়ে পড়ে। কারণ কিছুদিন পর থেকেই বাংলাদেশ ভারত সফরের আসছে আর তার আগে ক্রিকেটারদের এমন ধর্মঘট চাপে রেখেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে।

135692686f48abdc02f451ad7c21cd9098d9f1528

অবশেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আলোচনায় বসে তাদের ক্রিকেটারদের সাথে। এবং ক্রিকেটারদের সমস্ত রকম দাবি দাওয়া মেনে নেওয়া হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তরফে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান জানিয়েছেন যে আমরা আলোচনা করে তাদের 11 দফা দাবি মেনে নিয়েছি আর কোনরকম সমস্যা নেই। ফলে বাংলাদেশ ক্রিকেট দল যে নির্দিষ্ট সময়েই ভারত সফরে আসবেন সেই ব্যাপারেও তিনি নিশ্চিত করেন।

Udayan Biswas

সম্পর্কিত খবর