বাংলা হান্ট ডেস্কঃ গত বছরের অগস্ট মাসে কেন্দ্রীয় সরকারের ৩৭০ ধারা বিলোপের পর থেকে কাশ্মীরে বন্ধ করে দেওয়া হয়েছিল মোবাইল পরিষেবা এবং ইন্টারনেট পরিষেবা। সন্ত্রাস রুখতে এবং শান্তিপূর্ণ অবস্থা বজায় রাখতেই এই সিদ্ধান্ত নিয়েছিল মোদি সরকার। এরপর পোস্ট পেইড মোবাইল পরিষেবা চালু হয়ে যায়, কিছুদিন আগে প্রি পেইড পরিষেবাও চালু করার অনুমতি দেওয়া হয়েছে।
এবার ইন্টারনেট পরিষেবার অনুমতি মিলল কাশ্মীরিদের। দীর্ঘ সময় পর জম্মু-কাশ্মীরে চালু হল ইন্টারনেট পরিষেবা। তবে আপাতত শুধুমাত্র ২জি পরিষেবা পাওয়া যাবে ওখানে। তবে বেশ কিছু বিধিনিষেধ বজায় রেখেই ইন্টারনেট পরিষেবা চালু করা হয়েছে।
শনিবার থেকে নেট পরিষেবা চালু হলেও শুধুমাত্র হোয়াইলিস্টেড কিছু সাইটই দেখা যাবে নেটের মাধ্যমে। এই মুহুর্তে মিলবে না সোশ্যাল মিডিয়ার কোনও সাইট। পোস্ট পেইড এবং প্রি পেইড উভয়তেই নেট চালু করার অনুমতি দিল প্রশাসন। ৩১ জানুয়ারি ফের উপত্যকায় ইন্টারনেট পরিষেবা চালু রাখার সিদ্ধান্ত খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন জম্মু-কাশ্মীর প্রশাসন।
গত সপ্তাহে কুপওয়ারা ও বারামুল্লা জেলায় ২জি মোবাইল ইন্টারনেট পরিষেবা চালু করা হয়। কাশ্মীরে কয়েকটি সরকারি অফিস, হাসপাতাল এবং হোটেলে গত সপ্তাহে ব্রডব্যান্ড পরিষেবা চালু হয়। এর আগে সুপ্রিম কোর্টও জানায় যে শান্তিরক্ষার নামে কাশ্মীরে অনন্তকাল ধরে ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা যাবে না। সেই নির্দেশ মেনেই হয়তো আপাতত শুধু ২জি চালু করা হল উপত্যাকায়। এতে অন্তত পর্যটন ব্যবসায়ীদের একটু সুবিধা হল, যাদের হোটেলের বুকিং বেশিরভাগ ক্ষেত্রেই নেটের মাধ্যমে হয়ে থাকে।