৩ বছর ৩ মাসের অপেক্ষার অবসান! আহমেদাবাদে নিজের ২৮ তম টেস্ট শতরান সম্পূর্ণ করলেন কোহলি

বাংলা হান্ট নিউজ ডেস্ক: আহমেদাবাদে (Ahmedabad Test) অবসান হল তিন বছর তিন মাসের অপেক্ষার। টেস্ট ক্রিকেটেও শতরান পেলেন বিরাট কোহলি (Virat Kohli)। শেষবার কলকাতার ইডেন গার্ডেন্সে আয়োজিত বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট ম্যাচে নিজের শেষ টেস্ট শতরানটি পেয়েছিলেন কোহলি। তারপর কেটে গিয়েছে ১,২০০ দিনেরও বেশি। অবশেষে আহমেদাবাদের ব্যাটিং বান্ধব পিচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে (India vs Australia) নিজের ৭৫ তম আন্তর্জাতিক এবং বৃহত্তম ফরম্যাটে ২৮তম টেস্ট শতরান পেলেন কোহলি।

এটি ছিল এই ফরম্যাটে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তারা অষ্টম শতরান। ভারতীয়দের মধ্যে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সবচেয়ে বেশি শতরান রান করার তালিকায় সুনীল গাভাস্কারকে ধরে ফেললেন তিনি। তবে কোহলি ২৪ ম্যাচ খেলে এই আটটি শতরান করতে পেরেছেন যেখানে গাভাস্কার মাত্র ২০টি ম্যাচ খেলেই এই গন্ডি ছুঁয়েছিলেন। এই ব্যাপারে অবশ্য সবচেয়ে এগিয়ে রয়েছেন সচিন টেন্ডুলকার। অজিদের বিরুদ্ধে এই ফরম্যাটে ১১ টি শতরান রয়েছে তার।

এই শতরানটি করতে বিরাট কোহলি অনেক ধৈর্য ধরে ব্যাটিং করেছেন যেটা সাধারণত দেখা যায় না। উল্টো দিক থেকে একের পর এক সঙ্গীকে হারিয়েছেন কিন্তু নিজে অচঞ্চল থেকে গিয়েছেন। শেষ পর্যন্ত ২৪১ বল খেলে মাত্র ৫ টি বাউন্ডারি মেরে নিজের শতরানটি সম্পূর্ণ করলেন তিনি।

swag kohli

তিনি কতটা ধৈর্য ধরেছেন তা মাত্র একটি ব্যাখ্যা দিলেই পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। দ্বিতীয় দিনের শুরু থেকে নিজের শতরান সম্পূর্ণ করা পর্যন্ত একটিও বাউন্ডারি মারেননি তিনি। ২০০ টি-র বেশি বল ডট, সিঙ্গেল বা ডাবলস নিয়ে কাটিয়ে দিয়েছেন তিনি। তিনি শতরান সম্পূর্ণ করা মাত্র গোটা স্টেডিয়াম উঠে দাঁড়িয়ে তাকে অভিবাদন জানায়। বাদ যায়নি ভারতে তার বাকি সতীর্থ ক্রিকেটার এমনকি অস্ট্রেলিয়ান ক্রিকেটাররাও।

এই প্রতিবেদনটি লেখার সময় ভারতীয় দল ৪০০ রানের গন্ডি অতিক্রম করে গিয়েছে। এই টেস্ট ম্যাচে কোন ফলাফল হওয়ার আশঙ্কা আর নেই বললেই চলে। ভারতীয় দলকে এবার তাকিয়ে থাকতে হবে শ্রীলঙ্কা বনাম নিউজিল্যান্ড সিরিজের দিকে। ওই সিরিজে শ্রীলঙ্কা ২-০ ফলে জিতলে ভারত হারাবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের টিকিট। আপাতত সিরিজের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডকে ২৮৪ রানের লক্ষ্য দিয়েছে তারা।

 


Reetabrata Deb

সম্পর্কিত খবর