বাংলাহান্ট ডেস্ক : আদানি গ্রুপের (Adani Group) শেয়ার ধসের পর, অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman) আজ প্রথমবারের মতো নীরবতা ভাঙলেন। হিন্ডেনবার্গের রিপোর্টের পর থেকে আদানির শেয়ারের দাম দ্রুত কমেছে। গত 5 দিনে, আদানি এন্টারপ্রাইজের দর কমেছে 49.60 শতাংশ। অর্থমন্ত্রী একটি মিডিয়া হাউসকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন যে এই বিষয়ে এসবিআই এবং এলআইসি একটি বিবৃতি জারি করেছে।
এসবিআই এবং এলআইসির তরফে জারি করা বিবৃতি অনুসারে, আদানি গ্রুপের এক্সপোজার তাদের মধ্যে সীমিত করা হয়েছে। এর পাশাপাশি তিনি বাজার নিয়ন্ত্রকদেরও প্রশংসা করেছেন। সীতারামনের বিবৃতি অনুসারে, আদানি গ্রুপের শেয়ার এক্সপোজার সীমার মধ্যে রয়েছে।
মূল্যায়নের পতনের পরেও গৌতম আদানি এখনও লাভে রয়েছেন। এলআইসি থেকে প্রাপ্ত তথ্য অনুসারে, আদানি গ্রুপের ঋণ ও ইক্যুইটিতে 36,474.78 কোটি টাকার বিনিয়োগের কথাও প্রকাশ করা হয়েছে। এর সাথে বলা হয়েছে যে এই পরিমাণ টাকা তাদের মোট বিনিয়োগের মাত্র এক শতাংশ।
এলআইসি এবং এসবিআই জানিয়েছে আদানি গ্রুপে তৈরি হওয়া গোলমাল তাদের উপর কোনও প্রভাব ফেলবে না। এতে তাদের বিনিয়োগ সীমিত ছিল এবং যেটুকু বিনিয়োগ ছিল তাতে কোম্পানি ও ব্যাংক লাভবান হয়েছে।