বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে ডলারের (Dollar) তুলনায় ক্রমশ পতন হচ্ছে ভারতীয় মুদ্রার (Indiana Currency)। প্রায় প্রতিবারই এই পতনের ক্ষেত্রে নতুন রেকর্ড তৈরি হচ্ছে। গত সপ্তাহেই সর্বকালের রেকর্ড গড়ে ডলারের তুলনায় টাকার দাম একলাফে ৮২ টাকায় নেমে যায়। যা রীতিমতো চিন্তা বাড়িয়েছে বিশেষজ্ঞদের। তবে, ডলারের তুলনায় টাকার দামে এহেন পতনের পরও কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের (Nirmala Sitharaman) গলায় ভিন্ন সুর শোনা যাচ্ছে।
এমনকি, ওই পতনের জেরে ভারতের অর্থনীতি যে ক্রমশ দুর্বল হয়ে যাচ্ছে এই তত্বও মানতে নারাজ তিনি। বরং, এই প্রসঙ্গে তিনি পালটা দাবি করে জানিয়েছেন যে, বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে বিশ্বের অন্যান্য দেশের তুলনায় অনেক ভালো জায়গায় রয়েছে ভারত। যদিও, তাঁর এহেন যুক্তির পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যে, আন্তর্জাতিক বাজারে ডলারের তুলনায় টাকার দাম এভাবে কমছে কেন? যার উত্তরও দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।
তিনি স্পষ্ট জানিয়েছেন যে, “টাকার দাম কমছে না। বরং ডলার শক্তিশালী হয়ে উঠছে।” এছাড়াও, নির্মলা সীতারমণ জানিয়েছেন, “অন্যান্য দেশের তুলনায় আমরা ভালো জায়গায় আছি।” পাশাপাশি, খুব দ্রুত ভারত এই অবস্থা থেকে মুক্তি পাবে বলেও আশাবাদী তিনি। প্রসঙ্গত উল্লেখ্য, বর্তমানে আমেরিকা সফরে রয়েছেন অর্থমন্ত্রী। এমতাবস্থায়, গত শনিবার ওয়াশিংটনে একটি সাংবাদিক বৈঠকে টাকার দামের ক্রমাগত পতন নিয়ে প্রশ্ন করা হয় তাঁকে।
যার জবাবে কেন্দ্রীয় অর্থমন্ত্রী স্পষ্ট জানান যে, “টাকার দামে পতন হচ্ছে না। বরং মার্কিন ডলার শক্তিশালী হচ্ছে। পাশাপাশি, বিশ্বের অন্যান্য মুদ্রার থেকে ভারতীয় মুদ্রা তুলনামূলক ভাবে ভালো অবস্থাতেই রয়েছে।” এদিকে, তিনি দাবি করেছেন, মূলত কূটনৈতিক পরিস্থিতির জন্যই বিশ্বের অন্য সব দেশের মুদ্রা দুর্বল হচ্ছে। পাশাপাশি, টাকার দামের পতন কমানোর জন্য রিজার্ভ ব্যাঙ্কও তৎপর রয়েছে বলে জানান নির্মলা।
প্রসঙ্গত উল্লেখ্য, বিভিন্ন আন্তর্জাতিক ঘটনার পরিপ্রেক্ষিতে বিশ্বব্যাপী আর্থিক মন্দার আশঙ্কা, অপরিশোধিত তেলের ক্রমাগত দাম বৃদ্ধি এবং বিদেশি বিনিয়োগের অপ্রতুলতার কারণে সামগ্রিকভাবে বিশ্বের বাজারে টাকার মূল্যে রেকর্ডহারে পতন ঘটছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এদিকে, ইতিমধ্যেই এই সংক্রান্ত একটি পরিসংখ্যান সামনে এসেছে। যেখানে দেখা গিয়েছে, চলতি বছরেই টাকার দাম প্রায় ১০.৬ শতাংশ হারে কমে গিয়েছে। শুধু তাই নয়, গত ৮ বছরে প্রায় ২৫ শতাংশেরও বেশি পতন ঘটেছে টাকার দামে। এদিকে, RBI-এর রিপোর্ট অনুযায়ী, ২০১৪ সালের ৩১ ডিসেম্বর এক ডলারের দাম ছিল ৬৩ টাকা ৩৩ পয়সা। কিন্তু, ২০১৮ সালের ৩১ ডিসেম্বর সেই দাম বেড়ে দাঁড়ায় ৬৯ টাকা ৭৯ পয়সায়। তবে, এই পরিসংখ্যান সামনে এলেও কেন্দ্রীয় অর্থমন্ত্রী কিন্তু অন্য কথা বলছেন।