করোনার কারণে বাংলায় আর্থিক টান! নতুন নিয়োগ, নতুন প্রকল্প বন্ধের সিধান্ত নিল মমতার সরকার

বাংলাহান্ট ডেস্কঃ করোনার (corona) জেরে যখন সারা দেশ আতঙ্কিত ঠিক তখনই সমস্ত রকমের উৎপাদন বন্ধ , বিভিন্ন রকম পরিষেবা বন্ধ ঠিক তখনই রাজ্য সরকার (State Government) একটি বড় সিদ্ধান্ত নিল।

রাজ্য সরকার সমস্ত প্রকার নিয়োগ ও নতুন প্রকল্প বন্ধের সিদ্ধান্ত নিয়েছে।  সেগুলি হলো – নতুন প্রকল্প বন্ধ , নতুন নিয়োগ বন্ধ , নতুন গাড়ি ভাড়া করা যাবে না , নতুন করে কম্পিউটার – ফার্নিচার – গাড়ি কেনা যাবে না , GPF – থেকে শুধু মাত্র চিকিৎসা – শিক্ষা ও বিবাহর জন্য টাকা তোলা যাবে।test 1

রাজ্য সরকারের দাবি রাজ্যের চারিদিকে ব্যবসা – বাণিজ্য বন্ধ , ফলে সরকারের ঘরে রাজস্ব আশা একপ্রকার বন্ধ হয়ে গেছে। অপর দিকে করোনা (corona) মহামারীর মোকাবিলায় প্রতিনিয়ত প্রচুর টাকা খরচ করতে হচ্ছে রাজ্য সরকারকে। ফলে রাজ্য সরকারের ঘরে অর্থের টান দেখা দিচ্ছে। তাই রাজ্য সরকারের পক্ষ থেকে আগামী কিছু দিনের জন্য সমস্ত প্রকার নিয়োগ ও নতুন প্রকল্প বন্ধ করা হয়েছে। তবে রাজ্য সরকারের পক্ষ থেকে বেতন , কন্যাশ্রী ও পেনশন এই সব জরুরি পরিষেবা সচল রাখা হবে। তবে বেতন, পেনশন, কন্যাশ্রী-সহ অন্যান্য প্রকল্পের খাতে খরচ বন্ধ হবে না বলেও স্পষ্ট জানিয়েছে রাজ্য সরকার।

ad

সম্পর্কিত খবর