হায়দ্রাবাদে খোঁজ মিলল ওমিক্রনের নতুন ভ্যারিয়েন্টের! ফের চিন্তার ভাঁজ চিকিত্‍সকমহলে

বাংলা হান্ট ডেস্ক: এবার হায়দ্রাবাদে এক ব্যক্তির শরীরে খোঁজ মিলল ওমিক্রনের সাব-ভ্যারিয়েন্ট BA.4-এর। যার ফলে ফের দক্ষিণের রাজ্যে নতুন করে আতঙ্ক ছড়াতে শুরু করেছে।

এই প্রসঙ্গে INSACOG (The Indian SARS-CoV-2 Genomics Consortium)-এর তরফে সরকারিভাবে এখনও কিছু জানানো না হলেও সূত্রের খবর অনুযায়ী জানা গিয়েছে যে, হায়দ্রাবাদ বিমানবন্দরে একজন আফ্রিকান নাগরিকের নমুনায় পাওয়া গিয়েছে এই সাব-ভ্যারিয়েন্ট। সেই সময় ভারতে এসেছিলেন তিনি। মূলত, ওই ব্যক্তির কাছ থেকে নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। সেখানেই দেখা গিয়েছে যে, তিনি ওমিক্রনের BA.4 সাব-ভ্যারিয়েন্ট বহন করছেন।

এই প্রসঙ্গে জানা গিয়েছে, চলতি মাসের ১৬ তারিখে ওই ব্যক্তি উপসর্গহীন থাকার কারণে দেশে ফিরে গিয়েছেন। তবে, ওই ব্যক্তির সংস্পর্শে যারা এসেছিলেন তাঁদের খোঁজ চালানো হচ্ছে। যদিও এখনও পর্যন্ত এই বিষয়ে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে কোনো বিবৃতি পাওয়া যায়নি।

প্রসঙ্গত উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকায় ধরা পড়েছে ওমিক্রনের সাব-ভ্যারিয়েন্ট BA.5। যা দক্ষিণ আফ্রিকা জুড়ে নতুন করে সংক্রমণ ছড়াতে শুরু করেছে। এদিকে, আবার আমেরিকা এবং ইউরোপেও ধরা পড়েছে ওমিক্রনের সাব-ভ্যারিয়েন্ট BA.5।

তাই, ভারতে এই নতুন ভ্যারিয়েন্ট ধরা পড়ায় রীতিমতো চিন্তা বাড়ছে চিকিত্‍সকমহলে। এদিকে, অদৃশ্য এই মারণ ভাইরাস এখনও বজায় রেখেছে সংক্রমণের দাপট। এমনকি, দিন দিন সক্রিয় রোগীর সংখ্যাও কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াচ্ছে। এমতাবস্থায়, এদিন ফের দেশে ২ হাজারেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছেন করোনায়। গত ২৪ ঘণ্টায় বেড়েছে মৃত্যু-হারও।

যদিও, দেশের সুস্থতার হার বেশ স্বস্তিজনক। এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ২৫ লক্ষ ৯২ হাজার ৪৫৫ জন করোনাকে জয় করে সেরে উঠেছেন। এই প্রসঙ্গে বিশেষজ্ঞরা জানিয়েছেন, ভ্যাকসিন যত দ্রুত নেওয়া যাবে ততই সুস্থতার হার বাড়বে। পাশাপাশি, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী জানা গিয়েছে যে, এখনও পর্যন্ত দেশে ১৯১ কোটি ৯৬ লক্ষেরও বেশি করোনা টিকার ডোজ দেওয়া হয়েছে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর