অস্কারের মঞ্চে মেরেছিলেন চড়! জেনে নিন ঠিক কত সম্পত্তির মালিক উইল স্মিথ

বাংলা হান্ট ডেস্ক: অস্কারের মঞ্চে কার্যত নজিরবিহীন ঘটনা ঘটিয়ে ফেলেছেন উইল স্মিথ। পাশাপাশি, তিনি পেয়েছেন শ্রেষ্ঠ অভিনেতার তকমাও। এদিকে, অস্কারের মঞ্চে সঞ্চালক কমেডিয়ান ক্রিস রক, স্মিথের স্ত্রীকে নিয়ে চটুল রসিকতা করায় মঞ্চে উঠেই তাঁকে সপাটে একটি চড় মেরে স্মিথ রীতিমত অবাক করে দিয়েছেন বিশ্ববাসীকে।

তবে, এখানেই থেমে থাকেননি স্মিথ। পরে আসনে বসেও সেখান থেকে চিৎকার করে সঞ্চালক ক্রিসের উদ্দেশ্যে বলেন তিনি যেন এইসব রসিকতা থেকে তাঁর (স্মিথের) স্ত্রীর নামটি দূরে রাখেন। তারপর থেকেই ক্রমাগত খবরের শিরোনামে উঠে আসছে স্মিথের নাম। যদিও, পরে এই ঘটনার জন্য ক্ষমা চেয়ে নেন অভিনেতা। তবে, বর্তমান প্রতিবেদনে আমরা আলোচনা করব বিশ্বের অন্যতম এই অভিনেতা ঠিক কত সম্পত্তির মালিক সেই প্রসঙ্গে।

একাধিক বার বিভিন্ন বিতর্কে উইল স্মিথের নাম উঠে এলেও তাঁর অর্জিত সম্পত্তির পরিমানের হিসেব দেখলে চোখ কপালে উঠবে সবার। বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ এই অভিনেতার বিলাসবহুল জীবন অবাক করে দেবে সকলকেই। পরিসংখ্যান অনুযায়ী জানা গিয়েছে যে, এই অভিনেতার মোট সম্পদের পরিমাণ প্রায় ৩৫০ মিলিয়ন ডলার যা প্রায় ২৭ বিলিয়নের সমান।

মূলত, উইল স্মিথের আয়ের প্রধান অংশ আসে সিনেমা, বিনিয়োগ এবং বিজ্ঞাপন থেকে। এই অভিনেতা বছরে প্রায় ৪৯ মিলিয়ন ডলার উপার্জন করেন। মিডিয়া রিপোর্ট অনুসারে, জানা গিয়েছে, ২০১৯-এর জুন মাস থেকে ২০২০-এর মধ্যে, স্মিথ শুধুমাত্র সিনেমা থেকেই প্রায় ৪৫ মিলিয়ন ডলার আয় করেছিলেন।

পাশাপাশি, ১৯৯৯ সালে, উইল স্মিথ ক্যালিফোর্নিয়ার মালিবু এবং ক্যালাবাসাসের মধ্যবর্তী পাহাড়ি এলাকায় প্রায় ১০০ একরের একটি বিশাল সম্পত্তি কেনেন। যার মূল্য প্রায় ৭.৫ মিলিয়ন ডলার বলে জানা গিয়েছে। এছাড়াও, তিনি ২০১৫ সালে ১০ মিলিয়ন ডলারের বিনিময়ে একটি মাল্টি-হোম সম্পত্তি কিনেছিলেন।

পাশাপাশি, মিডিয়া রিপোর্ট অনুসারে জানা গিয়েছে যে, ২০২১ সালের সেপ্টেম্বরে, এই অভিনেতা ক্যালিফোর্নিয়ার হিডেন হিলসে প্রায় ১০,০০০ বর্গফুটের একটি বাড়ির জন্য ১১ মিলিয়ন ডলার ব্যয় করেছিলেন।

feec279250552054d2c48edea1896798

সবচেয়ে বড় কথা হল, উইল স্মিথ একটি বিলাসবহুল ২২ চাকার মোটর হোমেরও মালিক। আরামের প্রায় সব জিনিসই এতে উপলব্ধ রয়েছে। এই মোটর হোমের জন্য স্মিথকে প্রায় ১৮.৬৭ কোটি টাকা খরচ করতে হয়েছিল বলে জানা গিয়েছে।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর