বাংলাহাণ্ট ডেস্কঃ আমাদের প্রত্যেকের জীবনই নানা সমস্যায় পরিপূর্ন। জ্যোতিষ মতে আমাদের জন্মছক বা পূর্বজন্মের কোনো কারনে ঘটে এই সব সমস্যার সূত্রপাত। বিভিন্ন রত্ন ধারন করলে অনেকসময় এই সমস্যার থেকে মুক্তি পাওয়া যায়। কিন্তু অর্থনৈতিক কারনে অনেক সময় এই বহু মূল্য রত্ন আমাদের পক্ষে ধরন করা সম্ভব হয় না। জ্যোতিষ বলে রত্ন ধারন না করতে পারলেও কিছু সাধারন নিয়ম মেনে চললেও এই দুর্ভাগ্যকে রুখে দেওয়া সম্ভব। এর আগে আমরা আপনার অর্থনৈতিক অবস্থা পরিবর্তন করে কিভাবে সুখ ও সমৃদ্ধিতে পরিবার ভরিয়ে তুলতে পারেন তার কথা বলেছি। আজ জানাবো জমি কেনার ক্ষেত্রে কি কি বিষয় আপনার মাথায় রাখা উচিত
১) আয়তাকার বাসভূমি কেনা আপনার কাছে সব চেয়ে গুরুত্ব পাওয়া উচিত। এই জমি সব দিক থেকেই শুভ। একান্তই যদি আয়তকার না হয় চতুর্ভুজ জমি কেনার চেষ্টা করুন। এই ধরনের জমির চারটি বাহু ও চারটি কোণ অসমান হলে ধনাগম হয়ে থাকে। পাবেন সুখ স্বাচ্ছন্দ্যও
২) শকট বা গাড়ির আকৃতি জমি না কেনার চেষ্টা করুন, কিনবেন না ডিম্বাকৃতি বা অর্ধচন্দ্রাকার বাড়িও। এঈ ধরনের বাড়িতে সুখ স্বাচ্ছন্দ্য থাকে না। বেরিয়ে যেতে পারে আপনার জমানো টাকাও।
৩) কোনো পরিস্থিতিতে বিষম্বাহু জমি কিনবেন না, আর্থিক দিক থেকে সর্বনাশ হয়ে যাবে আপনার। আবার চক্রাকার ভূমি নিয়ে আসবে চরম অর্থনৈতিক সঙ্কট।