জেনে নিন করোনার কারনে যদি এবারের আইপিএল না হয়, তাহলে কত অঙ্কের আর্থিক ক্ষতি হবে BCCI এর।

করোনা ভাইরাসের কারণ এই মুহূর্তে গোটা বিশ্ব বিধ্বস্ত। করোনা সংক্রমণের রুখতে গোটা বিশ্বজুড়েই এই মুহূর্তে লকডাউন চলছে। আর সেই কারণে এবার ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দেওয়া হয়েছে আইপিএল। ‘মানুষের জীবনের থেকে ক্রিকেট কখনো বড় হতে পারে না’ এই যুক্তিতে এবারের আইপিএল অনির্দিষ্টকালের জন্য স্থগিত রেখেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। তবে এই মুহূর্তে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তাতে আদেও আইপিএলের বল মাঠ পর্যন্ত গড়াবে কিনা সেই নিয়ে সংশয় দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে ভারতীয় ক্রিকেটে বোর্ডের কোষাধক্ষ্য অরুন ধুমল জানিয়েছেন যদি এই বছর আইপিএল না হয় তাহলে বিরাট অংকের আর্থিক ক্ষতির মুখোমুখি হতে হবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে।

এই বছর আইপিএল শুরু হওয়ার কথা ছিল 29 শে মার্চ থেকে, কিন্তু সেই সময় দেশজুড়ে করোনা সংক্রমণ সৃষ্টি হওয়ার কারণে 15 ই এপ্রিল পর্যন্ত আইপিএল স্থগিত রেখেছিল বিসিসিআই। কিন্তু তারপর পরিস্থিতি ধীরে ধীরে আরও অবনতির দিকে যাওয়ায় শেষ পর্যন্ত কোনো উপায় না দেখে অনির্দিষ্টকালের জন্য আইপিএল স্থগিত করে দেয় বিসিসিআই।

216110232e66c5053f28172f127923e78477cf64a0e2098859e85f6b11b7150580540d865

যদি আইপিএল অনুষ্ঠিত না হয় তাহলে বিরাট অংকের আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে ভারতীয় ক্রিকেট বোর্ডকে। সেই কথা মাথায় রেখে এই মেগা ক্রিকেট ইভেন্ট এখনো পর্যন্ত বাতিল ঘোষণা করতে পারছে না ভারতীয় ক্রিকেট বোর্ড। তবে শেষ পর্যন্ত যদি এই বছর আইপিএল অনুষ্ঠিত না হয় তাহলে ভারতীয় ক্রিকেট বোর্ডকে প্রায় পাঁচ হাজার কোটি টাকার আর্থিক ক্ষতির মুখোমুখি হতে হবে এমনটাই জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের কোষাধক্ষ্য অরুন ধুমল।


Udayan Biswas

সম্পর্কিত খবর