বাংলা হান্ট ডেস্ক: নতুন বছরে প্রত্যেকেরই আলাদা আলাদা কিছু ভাবনা থাকে। বিশেষ করে কর্মব্যস্ত জীবনে বছরের শুরু থেকেই ছুটির তালিকায় চোখ বুলিয়ে নিজেদের প্ল্যান শুরু করেন সকলে। পাশাপাশি, সপ্তাহান্তের ছুটির সাথে নতুন করে কোনো ছুটির দিন যুক্ত হল কিনা তা নিয়েও আগ্রহ থাকে সবার। এই প্রতিবেদনে জেনে নিন ২০২২-এ প্রকাশিত তালিকা অনুযায়ী ছুটির দিনগুলি সম্পর্কে।
ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ২০২২ সালের ছুটির তালিকা ঘোষণা করা হয়ে গিয়েছে। সেখানে বাধ্যতামূলক (Gazetted holidays) এবং ঐচ্ছিক ছুটির (Optional holidays) দিনগুলিকেও পৃথকভাবে জানিয়ে দেওয়া হয়েছে। তবে, নতুন বছরের শুরুতেই দারুণ উপহার পেয়েছে দেশবাসী। বছরের প্রথম দিনই শনিবার পড়ায় সপ্তাহান্তে জুড়ে গিয়েছে রবিবারের ছুটিও! স্বভাবতই এই ছুটি বর্ষবরণের আনন্দ কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে সকলের।
২০২২ সালে সর্বমোট ১৪ টি বাধ্যতামূলক ছুটি মিলবে। সেগুলি হল:
১. প্রজাতন্ত্র দিবস – ২৬ জানুয়ারি, ২০২২
২. মহাবীর জয়ন্তী – ১৪ এপ্রিল, ২০২২
৩. গুড ফ্রাইডে – ১৫ এপ্রিল, ২০২২
৪. ঈদ-উল-ফিতর – ৩ মে, ২০২২
৫. বুদ্ধ পূর্ণিমা- ১৬ মে, ২০২২
৬. বকরি ঈদ – ১০ জুলাই, ২০২২
৭. মহরম – ৯ আগস্ট, ২০২২
৮. স্বাধীনতা দিবস – ১৫ আগস্ট, ২০২২
৯. মহাত্মা গান্ধী জয়ন্তী – ২ অক্টোবর, ২০২২
১০. দশেরা – ৫ অক্টোবর, ২০২২
১১. পয়গম্বর মহম্মদের জন্মদিন – ৭ অক্টোবর, ২০২২
১২. দিওয়ালি – ২৪ অক্টোবর, ২০২২
১৩. গুরু নানক জয়ন্তী – ৮ নভেম্বর, ২০২২
১৪. বড়দিন – ২৫ ডিসেম্বর, ২০২২
কিছু কিছু রাজ্যে মহাশিবরাত্রি এবং হোলির ছুটিও উপলব্ধ থাকবে। ২০২২-এ ১ মার্চ মঙ্গলবার, মহাশিবরাত্রি এবং ১৮ মার্চ শুক্রবার, হোলি অনুষ্ঠিত হবে।
তবে, ২০২২ সালে বেশ কয়েকটি “উইক এন্ড”-এর বড় ছুটিও মিলবে। যেমন ১৮ মার্চ অর্থাৎ শুক্রবার হোলি উপলক্ষ্যে ছুটি থাকবে। সেখানে শনিবারের ছুটি পাওয়া গেলেই রবিবারের ছুটি যুক্ত হয়ে পাক্কা ৩ দিনের ছুটি উপভোগ করা যাবে।
পাশাপাশি, ১৪ এপ্রিল বৃহস্পতিবার এবং ১৫ এপ্রিল শুক্রবার যথাক্রমে মহাবীর জয়ন্তী এবং গুড ফ্রাইডে উপলক্ষ্যে ছুটি থাকবে। এক্ষেত্রেও, শনিবারের ছুটি পাওয়া গেলে একদম বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত ছুটির আমেজ ভোগ করা যাবে।
১৬ মে ২০২২, অর্থাৎ রবিবারে পড়েছে বুদ্ধ পূর্ণিমা। অর্থাৎ সোমবারের ছুটির সাথে জুড়ে গিয়েছে রবিবারের ছুটিও। পাশাপাশি, আগামী বছর স্বাধীনতা দিবসও পালিত হবে সোমবার। সেক্ষেত্রেও রবিবারের ছুটির সাথে বাড়বে আরও একটি ছুটি।