উত্তরপ্রদেশ, বিহারে দাম কমল পেট্রোল-ডিজেলের! জানুন আজ পশ্চিমবঙ্গে রেট কত

বাংলা হান্ট ডেস্ক: ইতিমধ্যেই বিশ্ব বাজারে গত দু’দিন যাবৎ ক্রমশ উর্ধ্বমুখী ছিল অপরিশোধিত তেলের (Crude Oil) দাম। তবে, আজ ফের সেই দামে পতন দেখা গিয়েছে। জানা গিয়েছে, গত ২৪ ঘণ্টায় অপরিশোধিত তেলের দাম অনেকটাই কমেছে ৷ প্রাপ্ত তথ্য অনুযায়ী, ব্রেন্ট ক্রুডের দাম আজ সকালে প্রায় ১.৫ ডলার কমে গিয়ে প্রতি ব্যারেলে ৮১.২১ ডলারে পৌঁছেছে। অপরদিকে, WTI-এর দাম প্রতি ব্যারেলে হয়েছে ৭৬.০৯ ডলার।

এমতাবস্থায়, এর প্রভাব দেখা গিয়েছে পেট্রোল ও ডিজেলের খুচরো দামের উপরেও। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, প্রতিদিন সকাল ৬ টায় পেট্রোল ও ডিজেলের দাম জারি করে থাকে সরকারি তেল সংস্থাগুলি। সেখান থেকেই জানা গিয়েছে যে, উত্তরপ্রদেশ ও বিহারের একাধিক শহরে পেট্রোল এবং ডিজেলের দাম সামান্য কমেছে। যদিও, তেল সংস্থাগুলির তরফে দেশের চারটি মহানগরে এদিন পেট্রোল ও ডিজেলের দামে কোনোরকম বদল করা হয়নি।

মহানগরগুলিতে জ্বালানির দামে কোনো পরিবর্তন ঘটেনি: মুম্বাইতে আজ প্রতি লিটার পেট্রোল বিক্রি হচ্ছে ১০৬.৩১ টাকায়। পাশাপাশি, প্রতি লিটার ডিজেলের দাম হল ৯৪.২৭ টাকা। এদিকে, দিল্লিতে ১ লিটার পেট্রোল ও ডিজেলের দাম হল যথাক্রমে ৯৬.৬৫ টাকা ও ৮৯.৮২ টাকা। কলকাতায় ১ লিটার পেট্রোল বিক্রি হচ্ছে ১০৬.০৩ টাকায়। পাশাপাশি, ১ লিটার ডিজেলের দাম হল ৯২.৭৬ টাকা। এছাড়াও, চেন্নাইতে প্রতি লিটার পেট্রোল ও ডিজেলের মূল্য হল যথাক্রমে ১০২.৬৩ টাকা ও ৯৪.২৪ টাকা।

এইসব শহরে দাম কমেছে জ্বালানির:
১. বিহারের রাজধানী পাটনাতে আজ পেট্রোলের দাম ৭১ পয়সা কমে গিয়ে প্রতি লিটারে ১০৭.২৪ টাকায় দাঁড়িয়েছে। পাশাপাশি, ডিজেলের মূল্য ৬৬ পয়সা কমে গিয়ে প্রতি লিটারে ৯৪.০৪ টাকা হয়েছে।

২. উত্তরপ্রদেশের রাজধানী লখনউতে আজকে পেট্রোলের দাম ১৩ পয়সা কমে প্রতি লিটারে ৯৬.৪৪ টাকা হয়েছে। অপরদিকে, ডিজেলের দাম ১২ পয়সা সস্তা হয়ে ৮৯.৬৪ টাকায় দাঁড়িয়েছে।

৩. উত্তরপ্রদেশের গৌতম বুদ্ধ নগর জেলায় পেট্রোল ১ পয়সা সস্তা হয়ে প্রতি লিটারে ৯৬.৬৪ টাকায় পৌঁছেছে। তবে, সেখানে ডিজেলের দামে কোনোরকম পরিবর্তন ঘটেনি।

Petrol

এইভাবে আপনার শহরে পেট্রোল এবং ডিজেলের দাম চেক করুন: আপনি যদি আপনার শহরে পেট্রোল-ডিজেলের দাম সম্পর্কে জানতে চান সেক্ষেত্রে আপনি SMS-এর মাধ্যমেই তা জানতে পারবেন। ইন্ডিয়ান অয়েল (IOC) গ্রাহকরা ৯২২৪৯৯২২৪৯ এই নম্বরে RSP <ডিলার কোড> লিখে SMS পাঠাতে পারেন। পাশাপাশি, HPCL গ্রাহকেরা ৯২২২২০১১২২ নম্বরে HPPRICE <ডিলার কোড> লিখে SMS করুন। এছাড়াও, BPCL গ্রাহকেরা RSP <ডিলার কোড> লিখে ৯২২৩১১২২২২ নম্বরে SMS করতে পারেন। এর মাধ্যমেই সংশ্লিষ্ট শহরের পেট্রোল-ডিজেলের দাম সম্পর্কে তথ্য দেবে কোম্পানি।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর