ইঞ্জিনিয়ারিং ছেড়ে ফিরিয়ে দিয়েছিলেন ৭৫ কোটির চাকরি! আজ ইনি ১.১ বিলিয়ন ডলারের কোম্পানির মালিক

বাংলা হান্ট ডেস্ক: কিছু কিছু মানুষ থাকেন যাঁরা আর পাঁচজনের মত প্রথাগতভাবে জীবনের চলার পথ বেছে না নিয়ে বরং চ্যালেঞ্জ গ্রহণের মাধ্যমে সাফল্য অর্জন করতে ভালোবাসেন। পাশাপাশি, তাঁদের দেখে উদ্বুদ্ধ হন বাকিরাও। বর্তমান প্রতিবেদনেও আমরা ঠিক সেইরকমই একজনের প্রসঙ্গ উপস্থাপিত করছি। যিনি আজ তৈরি করেছেন এক অসাধারণ উত্তরণের কাহিনি। পাশাপাশি, আজ তিনি ১.১ বিলিয়ন ডলারের মালিকও বটে। মূলত, আমরা PhysicsWallah-র প্রতিষ্ঠাতা অলখ পান্ডের কথা বলছি।

অলখ মাত্র ২২ বছর বয়সেই ইঞ্জিনিয়ারিং কলেজ ছেড়েছিলেন। এমনকি এরপরে, তিনি ৭৫ কোটি টাকার বার্ষিক প্যাকেজের একটি চাকরির প্রস্তাবও ছেড়ে দেন। যদিও, অলখ তারপরে তাঁর কাজ শুরু করে নিজের কোম্পানি PhysicsWallah-কে আজ দেশের ১০১ তম ইউনিকর্নে পরিণত করেছেন। অর্থাৎ বর্তমানে এই কোম্পানির ভ্যালুয়েশন ১ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে।

অলখের অনন্য উত্তরণ:
জানা গিয়েছে, অলখ পান্ডে ইঞ্জিনিয়ারিং পড়া ছেড়ে দিয়ে নিজের শহর এলাহাবাদে পদার্থবিদ্যা পড়াতে যান। সেখানে টিউশন পড়িয়ে প্রতি মাসে ৫,০০০ টাকা পর্যন্ত আয় করতেন তিনি। এরপরে, অলখের জনপ্রিয়তা এতটাই বেড়ে যায় যে, এডুকেশন সেক্টরের জনপ্রিয় স্টার্টআপ Unacademy তাঁকে ৭৫ কোটি টাকার প্যাকেজের প্রস্তাব দেয়। কিন্তু সম্পূর্ণ ভিন্ন মানসিকতার অধিকারী অলখ অদ্ভুতভাবে ওই বিরাট প্রস্তাব ফিরিয়ে দেন। শুধু তাই নয়, তারপরই তিনি তাঁর নিজস্ব স্টার্টআপ PhysicsWallah-র দিকে মনোনিবেশ করেন।

কি ছিল পরিকল্পনা?
অলখ প্রায়ই বলেন, “PhysicsWallah-র মাধ্যমে একজন রিকশাওয়ালা বা কাগজবিক্রেতা এমনকি একজন ধোপাও তাঁর সন্তানকে ডাক্তার করার স্বপ্ন দেখতে পারেন।” অলখ আরও জানান, তিনি সবসময় যেকোনো বিনিয়োগকারীকে তাঁর কোম্পানিতে অর্থ বিনিয়োগের ক্ষেত্রে বিরোধিতা করবেন কারণ সেক্ষেত্রে নির্ধারিত টিউশন ফি বৃদ্ধি হতে পারে।

৫ হাজার থেকে ৬.৯০ মিলিয়ন সাবস্ক্রাইবার:
এরপর অলখ তাঁর পরিকল্পনায় পরিবর্তন করেন। মূলত, তিনি ধীরে ধীরে ব্যবসা সম্প্রসারণ, ব্র্যান্ডিং, আরও পিডব্লিউ লার্নিং সেন্টার খোলা এবং নতুন কোর্সের বিকল্প চালু করার চেষ্টা করেন। এদিকে, PhysicsWallah-র বিজ্ঞাপন খরচ প্রায় শূন্য ছিল। উল্লেখ্য যে, একটি সময় ছিল যখন অলখ পান্ডে তাঁর ইউটিউব চ্যানেলে কোনোরকম অডিও বা ভিডিও সরঞ্জামের ব্যবহার ছাড়াই পড়াতেন। তখন তাঁর সাবস্ক্রাইবার ছিল ৫ হাজারের কাছাকাছি। যা এখন ৬৯ লক্ষেরও বেশিতে পৌঁছে গিয়েছে।

37

কোম্পানির ১,৯০০ জন কর্মী রয়েছেন:
উল্লেখযোগ্যভাবে বর্তমানে PhysicsWallah-তে প্রায় ১,৯০০ জন কর্মী যুক্ত রয়েছেন। মোট ৫০০ জন শিক্ষকের পাশাপাশি ৯০ থেকে ১০০ জন টেক প্রফেশনাল রয়েছেন সেখানে। এছাড়াও তাঁদের সঙ্গে যুক্ত রয়েছেন ২০০ জন সহকারী অধ্যাপক। শুধু তাই নয়, প্রায় ২০০ জনের একটি বিশেষজ্ঞ দল রয়েছে যাঁরা মূলত পরীক্ষার প্রশ্ন এবং টার্ম পেপার প্রস্তুত করেন।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর