বাংলাহাণ্ট ডেস্কঃ আমাদের প্রত্যেকের জীবনই নানা সমস্যায় পরিপূর্ন। জ্যোতিষ মতে আমাদের জন্মছক বা পূর্বজন্মের কোনো কারনে ঘটে এই সব সমস্যার সূত্রপাত। বিভিন্ন রত্ন ধারন করলে অনেকসময় এই সমস্যার থেকে মুক্তি পাওয়া যায়। কিন্তু অর্থনৈতিক কারনে অনেক সময় এই বহু মূল্য রত্ন আমাদের পক্ষে ধরন করা সম্ভব হয় না। জ্যোতিষ বলে রত্ন ধারন না করতে পারলেও কিছু সাধারন নিয়ম মেনে চললেও এই দুর্ভাগ্যকে রুখে দেওয়া সম্ভব।
জেনে নিন সূর্যাস্তের পর কি কি দান করবেন না
- জ্যোতিষ মতে সূর্যাস্তের পর ঝাঁটা কখনই দান করবেন না। কারন ঝাঁটা ঘরের নোংরা দূর করে ঘর পরিষ্কার রাখে, ঝাটাকে মা লক্ষীর প্রতীক হিসাবে বিশ্বাস করা হয়। বিশ্বাস করা হয় সন্ধ্যেবেলা ঝাঁটা দান করা হয়ে থাকলে ঘর থেকে লক্ষীকে বিদায় করা হয়। তাই জ্যোতিষ বলে কোনো পরিস্থিতিতেই সন্ধ্যেবেলা ঝাঁটা দান করবেন না।
- মনে করা হয় সূর্যাস্তের সময় মা লক্ষী পৃথিবী ভ্রমনে বেরোন। এই সময় ঘরে মা লক্ষীর আগমন ঘটে, তাই এই সময় বাইরের কাউকে টাকা দেওয়া উচিত নয়। এতে ঘর থেকে লক্ষী বিদায় নেয়।
- বৃহস্পতি সৌভাগ্য নিয়ন্ত্রন করে, আবার হলুদের সাথে বৃহস্পতির যোগসুত্র আছে, তাই সন্ধ্যের পর কাউকে হলুদ দান করলে ভাগ্য খারাপ হতে পারে।