এগিয়ে আসছে বাগদেবীর আরাধনার সময়, তার আগেই জেনে নিন কোন ফুলে সন্তুষ্ট দেবী সরস্বতী

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ সামনেই সরস্বতী পুজো (saraswati pujo)। আট থেকে আশি সকলেই বাগদেবীর আরাধনা নিয়ে মত্ত থাকে। একদিকে যেমন সকাল সকাল স্নান সেরে উপোষ করে দেবীর পায়ে অঞ্জলি দেওয়ার তোরজোড় থাকে, তেমনি কিন্তু পুজো শেষে শুরু হয় চুটিয়ে বন্ধুদের সঙ্গে ঘুরে বেড়ানোর হিরিক।

সরস্বতী পুজোর দিনকে আবার ‘বাঙালির ভ্যালেন্টাইনস ডে’ও বলা হয়। বলা হয়, এদিন নাকি মেয়েদের শাড়ির কুঁচি ধরতে গিয়ে ছেলেরা হিমশিম খেয়ে যায়। কেউ হলুদ, আবার কেউ লাল, কাউকে বা আবার সেই মানুষটার সঙ্গে ম্যাচিং করেও শাড়ি পড়তে দেখা যায়।

তবে সরস্বতী পুজোর সাজগোজ তো থাকবেই। কিন্তু বিদ্যার দেবী সরস্বতী কোন ফুলে সন্তুষ্ট তা কি জানা আছে?

সরস্বতী পুজোর প্রধান উপকরণ হল- পলাশ ফুল, আমের মুকুল, কুল, দোয়াত, পেন, ধানের শিষ, এছাড়াও আরও বিভিন্ন উপকরণের মধ্যে মায়ের কাছে এইদিন সকলেই বই খাতাও দিয়ে রাখেন। যাতে সারাবছর পড়াশুনার প্রতি মনযোগী হতে পারে।

মাঘ মাসের পঞ্চমী তিথিতে বা বসন্ত পঞ্চমীর দিন সকাল সকাল উঠে দেহের শুদ্ধিকরণের জন্য মুখে এবং গায়ে নিম ও কাঁচা হলুদ বাটা মাখতে হয় স্নানের আগে। তারপর স্নান সেরে পুজোর যোগার সেরে ঠাকুর মশাইকে পাকড়াও করে এনে পুজো শুরু হয়।

প্রত্যেক দেবদেবীরই পছন্দের ফল ফুল রয়েছে। সেই পছন্দের ফল ফুল দিয়ে যদি ভক্তি ভরে তাঁকে স্মরণ করা যায়, তাহলে সেই দেবদেবীর আশির্বাদ পাওয়া যায় ব্লে মনে করা হয়। তেমনই মা সরস্বতীর পছন্দ হলুদ রঙের ফুল। হলুদ রঙের ফুল দিয়ে মাকে সাজিয়ে অঞ্জলি দিয়ে প্রণাম সেরেই এবার শুরু নিজেকে সাজানো।

সম্পর্কিত খবর

X