এই ছবিতে ‘083’ নম্বরের মাঝেই লুকিয়ে আছে ‘088’! ৭ সেকেন্ডে বেছে নিতে পারলেই কেল্লাফতে

বাংলাহান্ট ডেস্ক : আপনারা ঘরে বসেই অপটিকাল ইল্যুশনের (Optical Illusion) মাধ্যমে যাচাই করে নিতে পারেন আপনার চোখ ও মস্তিষ্কের আইকিউ। 083 নম্বরের এই সারিগুলি থেকে মাত্র সাত সেকেন্ডের মধ্যে আপনাকে খুঁজে বার করতে হবে 088 নম্বরটি। আপনি প্রথমে এন্টি ক্লক ওয়াইজ ছবিটির দিকে তাকান। এরপর ভালোভাবে পর্যবেক্ষণ করুন নম্বরগুলোকে।

এই অসংখ্য 083 নম্বরের মধ্যে লুকিয়ে আছে একটি 088 নম্বর। এই নম্বরটি খুঁজে বার করার জন্য আপনাকে দেওয়া হবে মাত্র সাত সেকেন্ড সময়। যদি এই সময়ের মধ্যে আপনি 088 নম্বরটি খুঁজে বার করতে পারেন তাহলে আপনার চোখ ও মস্তিষ্কের আইকিউ দুইই খুব ভালো আছে। এই ধরনের অপটিক্যাল ইলিউশনে একটি ছবির মধ্যে থেকে নির্দিষ্ট একটি প্রতীক বা সংখ্যাকে চিহ্নিত করতে হয়।

শুনতে এই জিনিস খুব সহজ মনে হলেও তীক্ষ্ণতা ও সুদৃষ্টি ছাড়া এই সমস্যার সমাধান করা সম্ভব নয়। এই ধরনের অপটিক্যাল ইলিউশন মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি করে। এই ধরনের বিভিন্ন অপটিক্যাল ইল্যুশন গেম সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। অসংখ্য সংখ্যার মধ্যে থেকে একটি নির্দিষ্ট সংখ্যাকে খুঁজে বার করা অনেক সময় কষ্টসাধ্য ব্যাপার হয়ে দাঁড়ায়।

083 ans 64814ed4205c312504983 900

এক্ষেত্রে আপনাদের জানিয়ে রাখি, প্রতিবেদনে দেওয়া ছবিটিতে 088 নম্বরটি রয়েছে ১২ নম্বর সারিতে এবং ছবি অনুসারে আপনার বাম দিক থেকে চার নম্বরে। আপনারা যদি মাত্র সাত সেকেন্ডের মধ্যে এই সংখ্যাটি খুঁজে পান তাহলে নিঃসন্দেহে জিনিয়াস। আর যদি সময় পেরিয়ে যাওয়ার পরেও 088 কে না খুঁজে পান তাহলে পরেরবার আবার চেষ্টা করুন।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর