এই ছবিতে “40”-এর ভিড়েই লুকিয়ে রয়েছে “90” সংখ্যাটি! ৮ সেকেন্ডের মধ্যে বের করুন খুঁজে

বাংলা হান্ট ডেস্ক: মস্তিষ্কের কার্যক্ষমতাকে বাড়িয়ে তুলতে অনেকেই নিয়মিতভাবে বিভিন্ন ধাঁধার (Puzzle) সমাধান করতে ভালোবাসেন। শুধু তাই নয়, এটি মস্তিষ্কের অন্যতম একটি ব্যায়াম হিসেবেও পরিগণিত হয়। মূলত, এর মাধ্যমে আপনি আপনার বুদ্ধিমত্তারও সঠিক বিশ্লেষণ করে ফেলতে পারেন। এদিকে, বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ার (Social Media) দৌলতে প্রায়শই এমন কিছু ছবি সামনে আসে যেগুলির সমাধান করা কোনো ধাঁধা সমাধানের চেয়ে কম কিছু নয়।

মূলত, ওই ছবিগুলি আর পাঁচটা সাধারণ ছবির তুলনায় কিছুটা ভিন্ন হয়। কারণ সেগুলি Optical Illusion অর্থাৎ দৃষ্টিভ্রমের মাধ্যমে বিভ্রান্ত করে দেয় সবাইকে। আসলে ওই ছবিগুলিতে কোনো নির্দিষ্ট ধরণের প্রতীক বা বিষয়কে অনুসন্ধান করতে হয়। এমতাবস্থায়, কিছু কিছু ক্ষেত্রে এগুলির সঠিক সমাধান করতে গিয়ে রীতিমতো কালঘাম ছুটে যায় অধিকাংশ নেটিজেনদের।

এদিকে, বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ঠিক সেইরকমই এক ছবি সামনে এসেছে। যেটিতে একটি লুকিয়ে থাকা সংখ্যাটিকে খুঁজে পেতে ব্যস্ত হয়ে উঠেছেন সকলে। এমতাবস্থায়, ওই ছবিটি সমাধানের জন্য আমরা সেটি উপস্থাপিত করছি পাঠকদের সামনে।

লুকিয়ে রয়েছে “90” সংখ্যাটি: মূলত, যে ছবিটি বর্তমানে ভাইরাল হচ্ছে সেটিকে এক ঝলকে দেখলে ইংরেজি হরফে লেখা “40” সংখ্যাটি দেখা যাবে। সমগ্ৰ ছবিজুড়েই সারিবদ্ধভাবে লেখা রয়েছে ওই সংখ্যাটি। যদিও, ওই “40”-এর ভিড়েই সেখানে রয়েছে আরও একটি সংখ্যা। সেটি হল “90”। আর এই সংখ্যাটিকে খুঁজে পেলেই সমাধান হয়ে যাবে ছবিটির। এমতাবস্থায়, আপনিও ছবিটি একবার সমাধানের চেষ্টা করতে পারেন। সেক্ষেত্রে নির্ধারিত ৮ সেকেন্ডের মধ্যে আপনাকে খুঁজে বার করতে হবে সংখ্যাটিকে। তবে, বারংবার চেষ্টা করেও আপনি যদি সেটিকে খুঁজে পেতে সমর্থ না হন, সেক্ষেত্রে চিন্তা নেই। কারণ আমরা উত্তরটি জানিয়ে দিচ্ছি।

optical illusion solve (71)

এইখানে রয়েছে সংখ্যাটি: ছবিটির দিকে একটু ভালোভাবে তাকালেই কিন্তু উত্তরটিকে খুঁজে পাওয়া সম্ভব। সেক্ষেত্রে খুঁটিয়ে পর্যবেক্ষণ করতে হবে ছবিটিকে। তাহলেই দেখা যাবে যে, বামদিক থেকে ৮ নম্বর লাইনের কিছুটা নিচের দিকে রয়েছে “90” সংখ্যাটি। সমগ্ৰ ছবিটির মধ্যে শুধুমাত্র ওই স্থানেই সংখ্যাটি রয়েছে। এমতাবস্থায়, আমরা লালবৃত্তের মাধ্যমে সেটিকে দেখিয়ে দিচ্ছি। তবে, আমাদের দেখিয়ে দেওয়ার আগেই যদি আপনি নির্ধারিত ৮ সেকেন্ডের মধ্যে উত্তরটি খুঁজে পান সেক্ষেত্রে আপনি নিঃসন্দেহে একজন জিনিয়াস।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর