সমস্যা আরও বাড়লো মুম্বাই ইন্ডিয়ান্সের, রোহিত সহ দলের সকল ক্রিকেটারকে দিতে হবে মোটা টাকা জরিমানা

বাংলা হান্ট নিউজ ডেস্ক: পাঞ্জাব কিংসের বিরুদ্ধে হাড্ডাহাড্ডি ১২ রানে হারের পর রোহিতের দলের জন্য আরেকটি খারাপ খবর এসেছে। অধিনায়ক রোহিত শর্মাকে ২৪ লাখ এবং বাকি খেলোয়াড়দের ছয় লাখ টাকা জরিমানা করা হয়েছে। এই জরিমানার কারণ মুম্বাই দলের স্লো ওভার রেট। দ্বিতীয়বার, মুম্বাই নির্ধারিত সময়ের চেয়ে অনেক বেশি সময়ে ২০ ওভার শেষ করেছে। এই কারণে অধিনায়ক ছাড়াও অন্য খেলোয়াড়দেরও জরিমানা করা হয়েছে। এর আগে দিল্লির বিরুদ্ধে ম্যাচে নির্ধারিত সময়ের মধ্যে ২০ ওভার করতে পারেনি রোহিতের দল।

রোহিতকে মোট ২৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে। কারণ পরপর দুটি ম্যাচে একই ঘটনা ঘটেছে। পাঞ্জাবের বিপক্ষে ম্যাচে মুম্বাইয়ের সামনে ১৯৯ রানের লক্ষ্য ছিল, কিন্তু রোহিতের দল ২০ ওভারে নয় উইকেট হারিয়ে ১৮৬ রান করতে পারে এবং ১২ রানে ম্যাচটি হেরে যায়। মুম্বাই তাদের শেষ পাঁচ উইকেট হারিয়েছে মাত্র ৩৪ রানে।

   

rohit sharma

পাঞ্জাবের দেওয়া ১৯৯ রান তাড়া করতে নেমে ফের দ্রুত আউট হন ঈশান কিষান। প্রথম দুই ম্যাচের পর অরেঞ্জ ক্যাপের লড়াইয়ে থাকা ঈশান আচমকাই যেন রাস্তা হারিয়েছেন। রোহিত শর্মা (২৮) টানা দ্বিতীয় ম্যাচে ভালো শুরু করে বড় ইনিংস খেলতে ব্যর্থ হন। ওপেনারদ্বয় আউট হওয়ার পরে মুম্বাইয়ের ইনিংসকে টানেন বেবি এবি বলে পরিচিত ডিওয়াল্ড ব্রেভিস।

রাহুল চাহারের এক ওভারে ১টি চার ও ৪ টি ছক্কা সহ ২৯ রান করেন ব্রেভিস। বেবি এবি-কে যোগ্য সঙ্গত দিচ্ছিলেন তরুণ তিলক। কিন্তু ব্রেভিস ২৫ বলে ৪৯ এবং তিলক ২০ বলে ৩৬ রানে আউট হওয়ার পর ফের চাপে পড়ে যায় মুম্বাই। তাদের শেষ আশা ছিল সূর্যকুমার ও পোলার্ডের জুটি। কিন্তু তাদের নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝিতে রান আউট হন পোলার্ড। মরিয়া চেষ্টা করেও ২২ রান বাকি থাকাকালীন রাবাদার বলে বড় শট মারতে গিয়ে আউট হন সূর্যকুমার। দুর্দান্ত বোলিং করে ৪ ওভারে মাত্র ২৯ রান দিয়ে রোহিত ও সূর্যকুমারের উইকেট নেন রাবাদা। শেষপর্যন্ত ওডেন স্মিথের (৪/৩০) দুরন্ত লাস্ট ওভার এবং মুম্বাই ব্যাটিং লাইন আপে গভীরতার অভাবে খুব কাজে এসেও ১২ রানে হারতে হয় মুম্বাইকে। টানা ৫ ম্যাচে জয়ের দেখা পেলেন না রোহিতরা।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর