রোদ্দুর রায়ের পর দিলীপ ঘোষ? মুখ্যমন্ত্রী ও অভিষেককে আক্রমণ করায় FIR দায়ের বিজেপি নেতার বিরুদ্ধে

বাংলা হান্ট ডেস্কঃ সম্প্রতি রাজ্যের শাসকদলের বিরুদ্ধে একের পর এক দুর্নীতির মামলা উঠে এসেছে আর এর মাঝেই তাদেরকে কটাক্ষ ছুঁড়ে তির্যক ভাষায় মন্তব্য করতে দেখা গিয়েছে বিরোধী নেতা থেকে শুরু করে অন্যান্য ব্যক্তিত্বদেরও। তবে এক্ষেত্রে পিছিয়ে নেই শাসক দলও। কটু ভাষায় আক্রমণ করার জন্য অপরাধীদের যথাযথ ব্যবস্থা দেওয়ার পথে নেমেছে তৃণমূল কংগ্রেস।

গতকালই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেককে অশ্রাব্য ভাষায় আক্রমণ করার জন্য ইউটিউবার রোদ্দুর রায়কে গ্রেফতার করে পুলিশ। এর মাঝেই এদিন মুখ্যমন্ত্রী এবং তৃণমূল কংগ্রেস দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেককে আক্রমণ করার কারণে অভিযোগ দায়ের করা হলো বিজেপি নেতা দিলীপ ঘোষের বিরুদ্ধে। গোটা বাংলা জুড়ে অশান্তির বাতাবরণ ফেলানো এবং রাজ্য সরকারের সম্মান নষ্ট করার অভিযোগে প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন এক ব্যক্তি।

ঘটনার সূত্রপাত ডায়মন্ড হারবারের এক ঘটনাকে কেন্দ্র করে। আসলে কয়েকদিন পূর্বে ডায়মন্ড হারবারের এক পেট্রোল পাম্পের নিকট ডায়মন্ড হারবার থানার এএসআই সমীর দাসের রহস্যজনক মৃত্যু ঘটে। পরবর্তীকালে অবশ্য দুর্ঘটনার কারণে মৃত্যুর প্রসঙ্গটি সামনে উঠে আসে। যদিও এ সম্পর্কে তদন্ত এখনো সম্পূর্ণরূপে শেষ হয়নি, তবে তার মাঝেই মুখ্যমন্ত্রী এবং অভিষেকের বিরুদ্ধে কটাক্ষ করেন দিলীপ ঘোষ।

দিলীপ ঘোষ বলেন, “বর্তমানে রাজ্যে কোন মানুষই সুরক্ষিত নন। এমনকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকালে রাজ্যের পুলিশ কর্মীদেরও প্রাণ সংশয় রয়েছে।” এর পরেই তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেও বেশ কিছু মন্তব্য করেন আর এবার তাঁর সেই বক্তব্যকে হাতিয়ার করেই বিজেপি নেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন তৃণমূল কাউন্সিলর অমিত সাহা। তিনি ডায়মন্ডহারবার টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতিও বটে।

jpg 20220608 115242 0000

অভিযোগ প্রসঙ্গে এদিন অমিতবাবু বলেন, “আমি তৃণমূল দলের কর্মী হলেও একজন সাধারন নাগরিক হিসেবে দিলীপ ঘোষের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছি। ডায়মন্ড হারবারের পুলিশকর্মীর মৃত্যুর তদন্ত বর্তমানে চলছে। তা সত্বেও দিলীপ ঘোষ এর মাঝপথে যেভাবে মন্তব্য প্রকাশ করে চলেছেন, তা আইনবিরুদ্ধ।”


Sayan Das

সম্পর্কিত খবর