বাংলা হান্ট ডেস্কঃ আরজি কর কাণ্ডের পর থেকেই আন্দোলনে নেমেছেন জুনিয়র ডাক্তাররা। বর্তমানে ১০ দফা দাবি সামনে রেখে আমরণ অনশন করছেন ৭ জন জুনিয়র চিকিৎসক (Junior Doctors)। এই আবহে তাঁদের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ! থানায় দায়ের করা হল এফআইআর।
জুনিয়র ডাক্তারদের (Junior Doctors) বিরুদ্ধে কী অভিযোগ আনা হয়েছে?
সল্টলেকের একটি মানবাধিকার সংগঠনের অভিযোগের বিরুদ্ধে জুনিয়র চিকিৎসকদের বিরুদ্ধে এই এফআইআর দায়ের করা হয়েছে। অভিযোগ করা হয়েছে, সল্টলেকে একটি এনজিও-র (NGO) মাধ্যমে কয়েক কোটি টাকা তুলেছেন তাঁরা। সাহায্যের নামে এই টাকা তোলা হলেও কোনও রশিদ দেওয়া হয়নি বলে দাবি করা হয়েছে। এবার ৫০০০ টাকা দান করা একজন ব্যক্তি জুনিয়র চিকিৎসকদের বিরুদ্ধে এই অভিযোগ করলেন।
বিধাননগর পুলিশ কমিশনারেটে ওই মানবাধিকার কর্মী অভিযোগ করেন, আরজি কর হাসপাতালে (RG Kar Case) ধর্ষিতা হয়ে খুন হওয়া মহিলা চিকিৎসকদের নামে কোটি টাকা তুলেছেন জুনিয়র চিকিৎসকরা। তবে জুনিয়র ডক্টরস ফ্রন্টের কোনও ঠিকানা অথবা রেজিস্ট্রেশন নম্বর নেই বলে দাবি তাঁর। এবার জুনিয়র চিকিৎসকদের সংগঠনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠতে শুরু করেছে।
আরও পড়ুনঃ পুজোর মধ্যেই বড় খবর! সরকারি চাকরি নিয়ে বিরাট সিদ্ধান্ত! জারি নয়া নির্দেশিকা
অভিযোগকারীর দাবি, জুনিয়র ডক্টরস ফ্রন্টের রেজিস্ট্রেশন নম্বর, ঠিকানা কিছুই নেই! তাহলে জুনিয়র চিকিৎসকদের এই সংগঠনের অস্তিত্ব কী? একটি নথি দেখিয়ে ওই ব্যক্তি বলেন, তিনি নিজেও জুনিয়র চিকিৎসকদের (Junior Doctors) ৫০০০ টাকা দান করেছেন। তবে তার পরিপ্রেক্ষিতে কোনও রশিদ পাননি।
অভিযোগকারী বলেন, ‘আমি আমার অধিকার বলে এই বিষয়ে পুলিশের কাছে জানতে চাইছি। এই বিষয়টি নিয়ে তাঁরা যেন তদন্ত করে’। ওই ব্যক্তির দাবি, সমাজমাধ্যমে একটি বিজ্ঞপ্তি জারি করে জনতার থেকে টাকা তুলছেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা। আরজি করের নির্যাতিতাকে বিচার পাইয়ে দেওয়ার নাম করে জুনিয়র ডাক্তাররা (Junior Doctors) এই টাকা তুলছেন বলে অভিযোগ। নির্যাতিতাকে বিচার পাওয়ানোয় জুনিয়র চিকিৎসকদের টাকার কীসের দরকার? প্রশ্ন করেন তিনি।
এদিকে পুজোর আবহে ধর্মতলায় আমরণ অনশন করছেন ৭ জন জুনিয়র ডাক্তার। আজ, পঞ্চমীর দিন রাজ্যজুড়ে সকল মেডিক্যাল কলেজে প্রতীকী অনশনের ডাক দেওয়া হয়েছে। জুনিয়র চিকিৎসকদের পাশাপাশি সিনিয়র চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীরাও ১২ ঘণ্টার এই অনশনে যোগ দেবেন বলে জানানো হয়েছে। সেই সঙ্গেই শহর কলকাতায় একটি মহামিছিলেরও ডাক দিয়েছেন আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা।