বড় বিপাকে ধোনি! মাহির বিরুদ্ধে দায়ের হল প্রতারণার মামলা

বাংলা হান্ট নিউজ ডেস্ক: প্রতারণার মামলা দায়ের হলো মহেন্দ্র সিংহ ধোনির বিরুদ্ধে। সম্প্রতি বিহারের বেগুসরাইতে চেক বাউন্স সংক্রান্ত একটি মামলায় সিজেএম আদালতে আটজনের বিরুদ্ধে প্রতারণার মামলা দায়ের করা হয়েছে, যার মধ্যে রয়েছে ভারতকে বিশ্বকাপ জেতানো প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির নামও। ডিএস এন্টারপ্রাইজেস নামক একটি সংস্থা আদালতে দাবি করেছে যে ‘নিউ গ্লোবাল প্রোডাকস ইন্ডিয়া লিমিটেড’ নামে একটি কোম্পানির দেওয়া ৩০ লাখের চেক বাউন্স হয়েছে যার সাথে জড়িত সিএসকে অধিনায়ক।

ধোনি যেহেতু ওই পণ্যটির বিজ্ঞাপনী প্রচারের সাথে যুক্ত ছিলেন এবং তার সাথে কোম্পানির চেয়ারম্যানও ছিলেন বলে শোনা যায়, তাই তার নামও এফআইআর-এ অন্তর্ভুক্ত করা হয়েছে। সোমবার প্রথম দফায় বিষয়টির শুনানির পর, আদালত পরবর্তী শুনানির জন্য ২৮ জুন তারিখটি ধার্য করেছে। জানা গিয়েছে যে নিউ গ্লোবাল প্রোডিউস ইন্ডিয়া লিমিটেড, ডিএস এন্টারপ্রাইজের সাথে মোট ৩০ লক্ষ মূল্যের রাসায়নিক সার সরবরাহ করার চুক্তিতে রাজি হয়েছিল এবং স্বাক্ষরও করেছিল।

dhoni

এখন তাদের বিরুদ্ধে মূল অভিযোগ হলো যে সংস্থাটি পণ্য বিক্রয়ের ব্যাপারে সহযোগিতা করেনি এবং বিপুল পরিমাণ সার অবিক্রিত থেকে গেছে। এরপর জানা যায় যে কোম্পানিটি অবশিষ্ট সার ফেরত নেয় এবং সেই সারের বদলে এজেন্সির নামে ৩০ লাখ টাকার চেক দেওয়া হলেও চেকটি ব্যাঙ্কে জমা দিলে সেটি বাউন্স করে যায়।

এরপর ডিএস এন্টার প্রাইসের তরফ থেকে নোটিশ পাঠানো হলেও কোনও প্রতিক্রিয়া দেখায়নি নিউ গ্লোবাল প্রোডাকস ইন্ডিয়া লিমিটেড। এরপর ডিএস এন্টারপ্রাইজের মালিক নীরজ কুমার নিরালা মামলাটি দায়ের করতে বাধ্য হন। জানা গেছে যে তাদের অভিযোগে ভারতীয় দণ্ডবিধির ধারা ৪০৬, ১২০ (বি) এবং এনআই আইনের ১৩৮ নং ধারার অধীনে মামলা দায়ের হয়েছে।


Reetabrata Deb

সম্পর্কিত খবর