বিপাকে শাহরুখ! স্ত্রী গৌরীর বিরুদ্ধে লখনৌ দায়ের জামিন অযোগ্য ধারায় FIR

বাংলা হান্ট ডেস্কঃ ফের শিরোনামে গৌরী খান (Gauri Khan)। তবে নিজের গ্ল্যামার বা শাহরুখ ঘরণী হিসেবে নয়, এবার আইনি সমস্যায় জড়িয়ে হাইমলাইটে শাহরুখ (Shah Rukh Khan) পত্নী। সূত্রের খবর, বুধবার কিং খানের স্ত্রী গৌরী খানের বিরুদ্ধে এফআইআর (FIR) দায়ের করা হয়েছে। যা নিয়ে দেশজুড়ে জল্পনা তুঙ্গে।

বিশ্বাসভঙ্গের অভিযোগে এফআইআর দায়ের হয়েছে ইন্টিরিয়র ডিজাইনার গৌরী খানের বিরুদ্ধে। সূত্রের খবর, বুধবার লখনউয়ের সুশান্ত গল্ফ সিটি পুলিশ স্টেশনে গৌরী খান-সহ মোট তিনজনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। গৌরী ছাড়া বাকি দুজন ‘তুলসিয়ানি গ্রুপ’-এর ম্যানেজিং ডিরেক্টর অনিল তুলসিয়ানি ও ডিরেক্টর মহেশ তুলসিয়ানি।

কে অভিযোগ দায়ের করল তাদের বিরুদ্ধে? জানা গিয়েছে, শাহরুখ পত্নী ও দুই প্রোমোটারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন মুম্বইয়ের বাসিন্দা কীরিট জসওয়ান্ত শাহ। গৌরী খানের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির (আইপিসি) ধারা ৪০৯ (বিশ্বাসের অপরাধমূলক লঙ্ঘন) অধীনে মামলা দায়ের করা হয়েছে।

কী অভিযোগ? জসওয়ান্তর অভিযোগ, ২০১৫ সালে ‘তুলসিয়ানি কনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপার্স’-এর ব্র্যান্ড অ্যাম্বাসাডর হন গৌরী খান। এরপর গৌরীর দ্বারা প্রভাবিত হয়ে তিনি ৮৬ লক্ষ টাকার একটি ফ্ল্যাটটি কিনেছিলেন তিনি। তবে সমস্ত টাকা দেওয়ার পরও ফ্ল্যাটের চাবি মালিকের হাতে তুলে দিতে পারেননি গৌরী। তার বদলে সেই ফ্ল্যাটটি অন্য কাউকে দেওয়া হয়েছে বলে অভিযোগ জানিয়েছেন তিনি।

Shahrukh gauri

এফআইআর এ অভিযোগকারী জসওয়ান্ত লিখেছেন, ‘আমাকে বলা হয়েছিল যে ২০১৬ সালে ফ্ল্যাটের চাবি আমাকে দিয়ে দেওয়া হবে। সেই থেকে অনেকটা সময় কেটে গেছে এবং আমি এখনও ফ্ল্যাট পাইনি। পরে, বুঝতে পারছি যে ফ্ল্যাট আমার কেনার কথা ছিল তার চুক্তিপত্র অন্য একজনকে দিয়ে দেওয়া হয়েছে সংস্থার পক্ষ থেকেই।’ এরপরই এই অভিযোগ তুলে শাহরুখ পত্নী গৌরী খানের বিরুদ্ধে দায়ের হয়েছে মামলা।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর