বাংলাহান্ট ডেস্ক: বিপদের মেঘ যেন কাটতেই চাইছে না আমির খানের (Aamir Khan) উপর থেকে। একের পর এক বিপদে জড়াচ্ছে তাঁর সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি ‘লাল সিং চাড্ডা’ (Laal Singh Chaddha)। মুক্তির আগে থেকেই বয়কটের ডাক উঠছিল ছবির বিরুদ্ধে। কোনো রকমে হাত জোড় করে ক্ষমা প্রার্থনা করে ছবি রিলিজ করেছিলেন আমির। কিন্তু শেষরক্ষা হল না। এবার ভারতীয় সেনাবাহিনীকে অপমানের অভিযোগ উঠল আমিরের বিরুদ্ধে।
আমির খান, তাঁর ছবি লাল সিং চাড্ডা এবং ছবির সঙ্গে যুক্ত কলাকুশলীদের বিরুদ্ধে ভারতীয় সেনাবাহিনীকে অপমান এবং হিন্দু ধর্মাবেগে আঘাতের অভিযোগ আনা হয়েছে। দিল্লির এক আইনজীবী শুক্রবার দিল্লি পুলিস কমিশনারের কাছে অভিযোগ দায়ের করেছেন। তাঁর দাবি, লাল সিং চাড্ডায় ভারতীয় সেনাবাহিনীকে যেভাবে চিত্রিত করা হয়েছে তাতে সেনাবাহিনীর অপমান হয়েছে।
বিনীত জিন্দল নামে ওই আইনজীবীর অভিযোগ, ছবিতে আপত্তিকর বিষয়বস্তু দেখানো হয়েছে। ছবির অন্যতম প্রযোজক আমির, পরিচালক অদ্বৈত চন্দন এবং প্যারামাউন্ট পিকচার্সের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। ওই আইনজীবী দাবি করেছেন, অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৫৩, ১৫৩ এ, ২৯৮ এবং ৫০৫ ধারায় মামলা দায়ের করা হোক।
সংবাদ মাধ্যম সূত্রে খবর, অভিযোগ পত্রে আইনজীবী দাবি করেছেন যে ছবিতে দেখানো হয়েছে, এক মানসিক প্রতিবন্ধী ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেয় কার্গিল যুদ্ধে অংশগ্রহণ করার জন্য। কিন্তু এটা সকলেই জানেন যে সবথেকে দক্ষতা সম্পন্ন সেনা আধিকারিকদেরই পাঠানো হয়েছিল যুদ্ধে, যারা সর্বশক্তি দিয়ে লড়াই করেছিলেন নিজের দেশের জন্য। লাল সিং চাড্ডা সেই বীর জন্য জওয়ানদের অপমান ও বিদ্রুপ করেছে বলে অভিযোগ।
শুধু তাই নয়। লাল সিং এর বিরুদ্ধে হিন্দু ধর্মাবেগে আঘাত হানার অভিযোগও আনা হয়েছে। ছবির একটি দৃশ্যে এক পাক জন্য জওয়ান লাল সিং চাড্ডাকে বলেন, তিনি নমাজ পড়ে প্রার্থনা করেন। লাল সিং কেও তেমনটাই করার পরামর্শ দেন। কিন্তু লাল উত্তর দেন,তাঁর মা বলেছেন এইসব পূজাপাঠ ম্যালেরিয়ার মতো। এতে দাঙ্গা হয়। ওই আইনজীবীর অভিযোগ, গোটা হিন্দু সম্প্রদায়কে নিশানা করা হয়েছে এই মন্তব্য দিয়ে।