বাংলা হান্ট ডেস্কঃ বিচারকের আসন ছেড়ে কিছুদিন আগেই যোগ দিয়েছেন রাজনীতিতে। এবার সেই অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Abhijit Ganguly) বিরুদ্ধে দায়ের FIR. অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে রবিবার পুলিশে অভিযোগ দায়ের করলেন কলকাতা হাইকোর্টের নির্দেশে চাকরিহারা তৃণমূলপন্থী শিক্ষকরা। বিজেপিতে নাম লেখানোর পর এই প্রথম FIR দায়ের হল অবসরপ্রাপ্ত বিচারপতির বিরুদ্ধে।
তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পাশাপাশি এফআইআর দায়ের হয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধেও। অভিযোগ, গতকাল বিজেপির মিছিল থেকে চাকরিহারাদের অনশন মঞ্চে হামলা চালানো হয়েছে। এই নিয়েই লিখিত অভিযোগ দায়ের হয়েছে থানায়। খুনের চেষ্টার পাশাপাশি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে তমলুক থানায় দায়ের হয়েছে শ্লীলতাহানি অভিযোগও। একাধিক জামিন অযোগ্য ধারায় দায়ের হয়েছে অভিযোগ। তবে ঘটনার সময় সেখানে উপস্থিত না থেকেও কিভাবে কীভবে অভিযুক্ত হলেন অভিজিৎ? উঠছে প্রশ্ন।
ঠিক কি ঘটেছিল? শনিবার তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় মনোনয়ন জমা দিতে যাওয়ার সময় রীতিমতো ধুন্ধুমার বেঁধে যায়। শান্তিপূর্ণভাবেই বর্ণাঢ্য শোভাযাত্রা করে মনোনয়ন জমা দিতে যাচ্ছিলেন বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সাথে ছিলেন শুভেন্দু অধিকারও সহ অন্যান্য নেতারা। তবে সেই মিছিল হাসপাতাল মোড়ের কাছে পৌঁছতেই শুরু অশান্তি।
হাসপাতাল মোড়ে আগে থেকেই অনশন চালাচ্ছিলেন তৃণমূলপন্থী চাকরিহারারা শিক্ষকরা। হঠাৎই বিজেপির মিছিলকে উদ্দেশ্য করে ‘চোর’ স্লোগান দিতে শুরু করেন তারা। ক্রমাগত ‘চোর’ স্লোগান তোলা হয় চাকরিহারা শিক্ষকদের মঞ্চ থেকে। অনশন মঞ্চের স্লোগানে উত্তেজনা ছড়ায়। পাল্টা স্লোগান দিতে শুরু করেন বিজেপি কর্মীরা। এরপরই পরিস্থিতি নাগালের বাইরে চলেছে যায়।
এরপর পুলিশ পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলেও কাজ হয়নি। এরই মধ্যে দুপক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। অভিযোগ, বিজেপি কর্মী সমর্থকেরা শিক্ষকদের অনশন মঞ্চের দিকে তেড়ে আসে। পাথর ছোঁড়া থেকে চেয়ার ভাঙ্গা সবমিলিয়ে আরও উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। পাথরের আঘাতে একজন শিক্ষক ও এক শিক্ষিকা আহত হয়েছেন বলে খবর।
আরও পড়ুন: ‘এটা তো আমাদেরই ঘর…’! সন্দেশখালির ‘আসল ঘটনা’ ফাঁস করলেন BJP-র গঙ্গাধরের স্ত্রী
তৃণমূলপন্থী শিক্ষকদের দাবি, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর প্ররোচনায় তাদের ওপর হামলা চালানো হয়, শুধু তাই নয় তাদেরকে প্রাণে মারার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ। এর জেরেই এবার শুভেন্দু অধিকারী ও অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের হল এফআইআর।