শুভেন্দুর বিরুদ্ধে দায়ের FIR, কারণ কী? তোলপাড় রাজ্য

বাংলা হান্ট ডেস্কঃ ‘চ্যাংদোলা’ মন্তব্যে আরও অস্বস্তি বাড়ল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। ‘বিধানসভা নির্বাচনের পর তৃণমূলের মুসলিম বিধায়কদের বিধানসভা থেকে চ্যাংদোলা করে রাস্তায় ছুড়ে ফেলা হবে’, মন্তব্য করে জোর বিতর্কে জড়িয়েছেন শুভেন্দু। এবার তার বিরুদ্ধে দায়ের হল FIR। অভিযোগ দায়ের করলেন কংগ্রেস নেতা ভিক্টর ওরফে আলি ইমরান রামজ।

অস্বস্তি বাড়ল শুভেন্দুর! Suvendu Adhikari

কংগ্রেস নেতার অভিযোগ, শুভেন্দু অধিকারী এই ধরনের মন্তব্য মুসলিম বিধায়কদের অপমানিত করেছে। গেরুয়া বিধায়কের বিরুদ্ধে শান্তিভঙ্গ, উস্কানি দেওয়া, প্ররোচনা দেওয়ার মতো অভিযোগ আনা হয়েছে। বুধবার উত্তর দিনাজপুরের চাকুলিয়া থানায় শুভেন্দুর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। সূত্রের খবর, অভিযোগটি গ্রহণ করেছে পুলিশ। শুরু হয়েছে তদন্তও।

এদিকে কলকাতা পুলিশের জয়েন্ট সিপি (ক্রাইম)-কে চিঠি দিয়েছে কংগ্রেস। দলের তরফে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ওই মন্তব্যের জন্য পদক্ষেপ করার আর্জি জানানো হয়েছে। যাতে এই বিষয়ে এফআইআর দায়ের করে কলকাতা পুলিশ তদন্ত করে সেই আর্জি করা হয়েছে।

প্রসঙ্গত, মঙ্গলবার বিধানসভার বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু বলেছিলেন, ‘ওকে তো হারাবই। ২৬এর বিধানসভা ভোটের পর তৃণমূলের মুসলিম বিধায়কগুলোকে চ্যাংদোলা করে রাস্তায় ছুড়ে ফেলব।’

Suvendu Adhikari

আরও পড়ুন: ৫০ জন সাধারণ মানুষকে উন্নতমানের শ্রবণযন্ত্র! নিখরচায় চিকিৎসা পরিষেবায় নয়া নজির অভিষেকের সেবাশ্রয়ের

বিরোধী দলনেতার বক্তব্য ছিল, ‘এরা (তৃণমূল) বাংলার হিন্দু জনগণকে উপড়ে ফেলতে চাইছে। এই ঔদ্ধত্য দিল্লির কেজরিওয়াল করেছিল বলে ওখানকার মানুষ আপকে উপড়ে ফেলেছে। বাংলাতেও তাই হবে। ওদের দলের যে সব মুসলিম বিধায়ক জিতে আসবে তাদের চ্যাংদোলা করে ১০ মাস পরে এই রাস্তায় ফেলব!”

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর