বাংলাহান্ট ডেস্ক: মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেকে (uddhav thackeray) ‘অপমান’ করায় এবার এফআইআর দায়ের হল কঙ্গনা রানাওয়াতের (kangana ranawat) বিরুদ্ধে। বলিউডের মুভি মাফিয়াদের সঙ্গে উদ্ধব ঠাকরের নাম জুড়ে কার্যত তাঁকে অপমান করেছেন কঙ্গনা। এই মর্মেই অভিযোগ দায়ের হয়েছে তাঁর বিরুদ্ধে। হাইকোর্টের আইনজীবী নীতিন মানে এই অভিযোগ দায়ের করেছেন।
বুধবার কঙ্গনার মুম্বই পৌঁছানোর আগেই বিএমসির তরফে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় তাঁর অফিস। পালটা সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও বার্তা পোস্ট করে কঙ্গনা সরাসরি তীর ছোঁড়েন উদ্ধব ঠাকরের দিকে। স্পষ্ট ভাষায় তিনি বলেন, “আজ আমার ঘর ভেঙেছে, কাল তোর অহংকার ভাঙবে”।
নেটদুনিয়া তথা রাজনৈতিক তুমুল শোরগোল শুরু হয়েছে কঙ্গনার এই ভিডিও নিয়ে। এরপরেই ঠাকরেকে অপমানজনক মন্তব্যের জন্য এফআইআর দায়ের হয়েছে অভিনেত্রীর বিরুদ্ধে। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই একের পর এক তোপ দাগতে শুরু করেছেন কঙ্গনা। কখনো নেপোটিজম, কখনো বলিউডের মাদক চক্র নিয়ে সরব হয়েছেন। এমনকি উদ্ধব ঠাকরে পুত্র আদিত্য ঠাকরে ওরফে ‘বেবি পেঙ্গুইন’কে নিয়েও বিষ্ফোরক মন্তব্য করেছেন কঙ্গনা।
তারপর থেকেই হুমকি পেতে শুরু করেন বলে দাবি করেন কঙ্গনা। কিন্তু চুপ তিনি থাকেননি। কিছুদিন আগে মুম্বই পুলিসের উপর অনাস্থা প্রকাশ করে মুম্বইকে পাক অধিকৃত কাশ্মীরের সঙ্গে তুলনা করেন তিনি। সেখান থেকেই শুরু যাবতীয় তর্ক বিতর্ক। শিবসেনা নেতা সঞ্জয় রাউত বলেন অভিনেত্রী মুম্বই তথা শিবাজি মহারাজের অপমান করেছেন। তাঁকে ক্ষমা চাইতে হবে। এমনকি ক্যামেরার সামনেই প্রকাশ্যে কঙ্গনাকে ‘হারামখোর’ বলেও গালিগালাজ করেন তিনি।
এখানেই থেমে থাকেনি গোটা বিষয়টা। শিবসেনার তরফে বলা হয় কঙ্গনা যদি মুম্বই ফেরেন তাহলে মেরে তাঁর মুখ ভেঙে দেওয়া হবে। পাল্টা তোপ দেগে তিনি বলেছেন ৯ সেপ্টেম্বরেই মুম্বই ফিরবেন তিনি। যার যা করার করে নিক। এরপরেই বেআইনি নির্মাণের অভিযোগ এনে গুঁড়িয়ে দেওয়া হয় কঙ্গনার অফিস।
আজ ফের শিবসেনার উদ্দেশে তোপ দেগেছেন কঙ্গনা। শিবসেনাকে সনিয়া সেনা বলে কটাক্ষ করে টুইটে অভিনেত্রী লেখেন, ‘যে বিচারধারা নিয়ে শ্রী বালা সাহেব ঠাকরে শিবসেনা গঠন করেছিলেন আজ ক্ষমতার জন্য সেই বিচারধারাকেই বেচে শিবসেনা সনিয়া সেনায় রূপান্তরিত হয়েছে। যে গুন্ডারা আমার অবর্তমানে আমার ঘর ভাঙলো তাদের সিভিক বডি বলা বলবেন না। সংবিধানের এত বড় অপমান করবেন না।’