গান্ধী পরিবারকে নিয়ে কুরুচিকর মন্তব‍্য, আবারো FIR দায়ের পায়েল রোহাতগির বিরুদ্ধে

Published On:

বাংলাহান্ট ডেস্ক: নানান বিতর্কে জড়িয়ে লাইমলাইটে থাকতে ভালবাসেন পায়েল রোহাতগি (payal rohatgi)। বিশেষত রাজনৈতিক বিষয় নিয়ে মন্তব‍্য করতে প্রায়ই দেখা যায় তাঁকে। এমনিতে বিজেপি ঘেঁষা বলে পরিচিত হলেও সম্প্রতি মমতা বন্দ‍্যোপাধ‍্যায়ের প্রশংসা করতেও শোনা গিয়েছিল পায়েলকে। আর এবারে ফের গান্ধী পরিবারের বিষয়ে বিতর্কিত মন্তব‍্য করে সমস‍্যায় পড়লেন তিনি।

সদ‍্য সোশ‍্যাল মিডিয়ায় একটি ভিডিওতে পায়েল দাবি করেন কংগ্রেস তিন তালাকের বিরুদ্ধে। কারণ মোতিলাল নেহরুর নিজেরই পাঁচজন স্ত্রী ছিলেন। এই মোতিলাল নেহরুই জওহরলাল নেহরুর সৎ বাবা। নিজের দাবির সপক্ষে প্রমাণ দিতে লেখক এডিনা রামকৃষ্ণের লেখা বায়োগ্রাফির প্রসঙ্গ টেনে আনেন পায়েল।


তাঁর এই বক্তব‍্যের বিরুদ্ধেই অভিযোগ দায়ের হয়েছে থানায়। জানা গিয়েছে, মহারাষ্ট্রের পুণের একটি থানায় পুণে সিটি কংগ্রেস কমিটির তরফে অভিযোগ দায়ের করি হয়েছে পায়েলের বিরুদ্ধে। ভারতীয় দণ্ডবিধির ১৫৩ এর এ, ৫০০, ৫০৫ এর ২ এবং ৩৪ ধারায় মামলা দায়ের করা হয়েছে তাঁর বিরুদ্ধে। এর আগে ২০১৯ এও প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু সম্পর্কে বিষ্ফোরক মন্তব‍্যের জন‍্য রাজস্থানের বুন্দির পুলিস গ্রেফতার করেছিল তাঁকে।

গত জুন মাসে নিজের সোসাইটির চেয়ারপার্সের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে একটি পোস্ট করেছিলেন পায়েল। অবশ‍্য পরে সেই পোস্ট মুছে দেন তিনি। শুধু তাই নয়, পায়েলের বিরুদ্ধে নিজের সোসাইটির বাসিন্দাদের সঙ্গে দুর্ব‍্যবহার ও চেয়ারপার্সনকে খুনের হুমকি দেওয়ারও অভিযোগ রয়েছে। এরপরেই গুজরাটের আহমেদাবাদের স‍্যাটেলাইট পুলিস গ্রেফতার করে পায়েলকে।

জানা গিয়েছিল, সদস‍্য না হওয়া সত্ত্বেও সোসাইটির মিটিংয়ে অংশ নেন পায়েল। তাঁকে কথা বলতে বারন করা হলেও তিনি সদস‍্যদের কটুক্তি করতে শুরু করেন। এমনকি সোসাইটিতে  যে শিশুরা খেলছিল তাদের ধরে মারারও অভিযোগ রয়েছে পায়েলের বিরুদ্ধে। শুধু তাই নয়, সোসাইটির হোয়াটসঅ্যাপ গ্রুপে ওই সোসাইটিরই চেয়ারপার্সনকে কুরুচিকর কথা বলেন ও অপমান করেন পায়েল। এরপরেই পুলিসে অভিযোগ দায়ের করা হয় তাঁর বিরুদ্ধে।

সম্পর্কিত খবর

X