বাংলাহান্ট ডেস্ক : আবারও বিতর্কে জড়ালেন পরিচালক অনুরাগ কাশ্যপ (Anurag Kashyap)। ব্রাহ্মণ সম্প্রদায়ের মানুষদের নিয়ে আপত্তিজনক মন্তব্য করার অভিযোগে আইনি জটিলতায় জড়িয়েছেন তিনি। ব্রাহ্মণ সম্প্রদায়ের মানুষদের বিরুদ্ধে অত্যন্ত বিতর্কিত মন্তব্য করেই বিপাকে পড়েছেন অনুরাগ (Anurag Kashyap)। এফআইআর দায়ের করা হয়েছে তাঁর বিরুদ্ধে। কিন্তু কী এমন মন্তব্য করেছেন তিনি?
ফের বিতর্কে জড়ালেন অনুরাগ (Anurag Kashyap)
বিতর্কের সূত্রপাত সোশ্যাল মিডিয়া থেকে। জনৈক নেটিজেন মন্তব্য করেছিলেন, ‘ব্রাহ্মণরা তোমার বাবা। যতই তাদের সঙ্গে ঝামেলা করতে যাবে, তত বেশি জ্বলবে’। এর উত্তরে পালটা অনুরাগ (Anurag Kashyap) লেখেন, ‘ব্রাহ্মণদের উপরে আমি প্রস্রাব করব। কোনো সমস্যা আছে?’ এরপরেই শুরু বিতর্ক। পরবর্তীতে অবশ্য আত্মপক্ষ সমর্থন করে পরিচালক লেখেন, ‘উত্তর তো সকলেই পড়ে নিয়েছেন। বিতর্কও চলছে। কারণটাও দেখে নাও ভীতুর দল। সারা জীবন শাস্ত্রের আড়ালে লুকিয়ে থাকা সবথেকে অলস লোকজন, যারা কোনো কাজের কাজ করে না, শুধু অন্যদের ছোট করে নিজেরা বড় হতে চায়। আমার কাছে তোমরা চিরকাল মূর্খই থাকবে’।
এফআইআর দায়ের পরিচালকের বিরুদ্ধে: এরপরেই আশুতোষ জে দুবে নামে এক আইনজীবী অভিযোগ দায়ের করেন অনুরাগের (Anurag Kashyap) বিরুদ্ধে। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, মুম্বই পুলিশের কাছে তিনি অভিযোগ জানিয়েছেন এবং অনুরাগ কাশ্যপের (Anurag Kashyap) বিরুদ্ধে এফআইআর দায়ের করার আবেদন জানিয়েছেন। তিনি আরো বলেন, ব্রাহ্মণ সম্প্রদায়ের মানুষদের নিয়ে অত্যন্ত আপত্তিকর মন্তব্য করেছেন অনুরাগ। ভদ্র সমাজে তাঁর এমন মন্তব্য মেনে নেওয়া যায় না।
আরো পড়ুন : লম্বা বিরতি শেষে বলিউডে ফিরছেন ‘পারফেকশনিস্ট’, কবে মুক্তি পাবে ‘সিতারে জমিন পর’?
বিতর্ক তুঙ্গে উঠেছে: ওই সোশ্যাল মিডিয়া পোস্টে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশকেও ট্যাগ করেছেন আইনজীবী। তিনি লিখেছেন, ব্রাহ্মণ সম্প্রদায়ের একজন সদস্য হিসেবে তিনি আহত হয়েছেন। এই ধরণের মন্তব্য জাতি বিদ্বেষের প্রতিফলন। মুম্বই পুলিশকে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করেছেন তিনি।
আরো পড়ুন : ‘সারারাত কেউ ঘুমোচ্ছে না, যদি তুলে নিয়ে যায়’, মালদহের আশ্রয় শিবিরে আতঙ্কে ঘরছাড়া শরণার্থীরা
মূলত ‘ফুলে’ নামে একটি আসন্ন ছবিকে ঘিরেই দানা বাঁধে বিতর্ক। উনিশ শতকে ফুলে দম্পতি দেশে জাতপাতের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল। সেই বাস্তব ঘটনা অবলম্বনে তৈরি ছবিটির বিরুদ্ধে আপত্তি প্রকাশ করে অখিল ভারতীয় ব্রাহ্মণ সমাজ এবং পরশুরাম আর্থিক বিকাশ মহামন্ডল। সেন্সর বোর্ডের তরফে কিছু কাটছাঁট করতে বলা হয়। এরপরেই দু সপ্তাহ পিছিয়ে দেওয়া হয় ছবির মুক্তি। এই ছবিটিকে ঘিরে চলা বিতর্কের মাঝেই নতুন করে আঁচ বাড়ালেন অনুরাগ।