বাংলাহান্ট ডেস্ক : সোমবার থেকে চর্চার কেন্দ্রে একটাই নাম, রণবীর এলাহাবাদিয়া (Ranveer Allahbadia)। নেট পাড়া, বিনোদন জগতের গণ্ডি ছাড়িয়ে রাজনৈতিক মহল পর্যন্ত পৌঁছে গিয়েছে যাঁর নাম। তবে কোনো ইতিবাচক বিষয়ের জন্য নয়। এই মুহূর্তে দেশের মধ্যে অন্যতম ‘ঘৃণ্য’ ব্যক্তিত্বে পরিণত হয়েছেন রণবীর (Ranveer Allahbadia)। সৌজন্যে তাঁর একটি মন্তব্য। যার জেরে এবার খাস পশ্চিমবঙ্গে, মধ্যমগ্রামে এফআইআর দায়ের হল ইউটিউবার এর বিরুদ্ধে।
মধ্যমগ্রাম থানায় অভিযোগ দায়ের রণবীরের (Ranveer Allahbadia) বিরুদ্ধে
অশ্লীলতা ছড়ানো, মহিলাদের প্রতি অশালীন আচরণ এবং ‘ইন্ডিয়াস গট লেটেন্ট’ নামক শোতে যৌন উত্তেজক এবং অশ্লীল আলোচনার অভিযোগে এফআইআর দায়ের করা হল রণবীর এলাহাবাদিয়া (Ranveer Allahbadia), সময় রায়না, আশিস চঞ্চলানি, জসপ্রীত সিং, অপূর্বা মুখিজা এবং সংশ্লিষ্ট শোয়ের সঙ্গে যুক্ত অন্যান্য ব্যক্তিদের বিরুদ্ধে। মধ্যমগ্রাম থানায় এই এফআইআর দায়ের করেছেন প্রিয়ন্তী রায়। ভারতীয় ন্যায় সংহিতা ২০২৩ এর ৭৯, ৯৫, ২৯৪ এবং ২৯৬ নম্বর ধারা, তথ্যপ্রযুক্তি আইন ২০০০ এর ৬৭ নম্বর ধারা, ১৯৫২-র সিনেম্যাটোগ্রাফ আইনের ৪/৭ ধারা এবং মহিলাদের অশ্লীল চিত্রায়ণ নিষিদ্ধ আইনের (১৯৮৬) ৪/৬ নম্বর ধারায় অভিযোগ দায়ের করেছেন তিনি।
কী জানালেন অভিযোগকারিণী: বাংলা হান্টের সঙ্গে এক্সক্লুসিভ সাক্ষাৎকারে প্রিয়ন্তী ক্ষোভ উগরে দিয়েছেন ওই ইউটিউবার এবং সংশ্লিষ্ট শোয়ের প্রতি। তাঁর কথায়, “এই প্রজন্মের মেয়ে হয়ে আমার লজ্জা লাগছে যে ফোন, ইউটিউব খুলে আমাদের এইসব ভিডিও দেখতে হচ্ছে। এই অশ্লীল কথাবার্তা আর নেওয়া যাচ্ছে না। রাখি সাওয়ান্ত, দীপক কালাল, উরফি জাভেদ, যাঁরা নিজেদের তাবড় সেলিব্রিটি মনে করেন, এঁদের জন্য আমরা সোশ্যাল মিডিয়ায় যেতে পারছি না। ভারত কৃষ্টি সংষ্কৃতির দেশ, যেখানে বাবা মা বা মেয়েদের দেবীর সম্মান দেওয়া হয়, সেখানে দাঁড়িয়ে এঁরা মা বাবার যৌনতা নিয়ে আলোচনা করছে! এটা নেওয়া যাচ্ছে না”।
আরো পড়ুন : চিন-পাকিস্তানের উড়বে ঘুম! সামরিক শক্তিতে দাপট দেখাবে ভারত, চূড়ান্ত হওয়ার পথে ১ লক্ষ কোটির চুক্তি
পশ্চিমী সংষ্কৃতির প্রচার: মধ্যমগ্রামের বাসিন্দা প্রিয়ন্তী বলেন, তিনি এই এফআইআর করেছেন যাতে আগামী দিনে এমন উঠতি ইউটিউবার (Ranveer Allahbadia) বা ব্রডকাস্ট চ্যানেল কিছু করার আগে দুবার ভাবে। বাকস্বাধীনতা বা মজা করার নামে শ্রদ্ধেয় বাবা মায়ের নামে যেন যা খুশি বলতে না পারে। তিনি আরো বলেন, “রুচিবোধ আলাদা হতেই পারে। কিন্তু মজার নামে এমন কিছু বক্তব্য রেখো না যাতে তরুণ প্রজন্ম প্রভাবিত হতে পারে। এই ভিডিওটি কোটি কোটি মানুষ দেখছেন, এমনকি বিদেশের মানুষও দেখছেন। তারা ভারতবর্ষ সম্পর্কে কী ধারণা করবেন! এটা আমাদের দেশের আচরণ নয়, এটা পশ্চিমী কালচার। যারা এটা সমর্থন করছে, তারা ভারতের সংষ্কৃতি জানে না”।
আরো পড়ুন : বাবা মায়ের “যৌনতা” নিয়ে চূড়ান্ত অশালীন মন্তব্য! বিরাট বিপদে রণবীর, জল গড়াল সংসদ পর্যন্ত!
প্রিয়ন্তী জানিয়েছেন, মধ্যমগ্রাম থানায় এফআইআর দায়ের করেছেন তিনি। তাঁকে আশ্বাস দেওয়া হয়েছে, এ বিষয়ে তদন্ত হবে। প্রিয়ন্তী বলেন, এক কথায় তাঁর এফআইআর কপি রেখে দিয়েছেন মধ্যমগ্রাম থানার আইসি। তিনি জানিয়েছেন, এ বিষয়ে তদন্ত করা হবে এবং আগামীকাল আবারও এ বিষয়ে বিস্তারিত জানতে ডাকা হবে প্রিয়ন্তীকে। উল্লেখ্য, সময় রায়নার ‘ইন্ডিয়াস গট লেটেন্ট’ শোতে বাবা মায়ের ‘যৌনতা’ নিয়ে রণবীরের (Ranveer Allahbadia) কদর্য মন্তব্যে সাড়া পড়ে গিয়েছে সর্বত্র। মহারাষ্ট্র, অসমে অভিযোগ দায়ের হয়েছে তাঁর এবং শোয়ের অন্যান্য ইউটিউবারদের বিরুদ্ধে। এবার মধ্যমগ্রামেও দায়ের হল অভিযোগ।