বাংলা হান্ট ডেস্ক: এনসেফ্যালাইটিস নিয়ে দিন দিন আরও চাপ বাড়ছে । কিন্তু এ নিয়ে বিহার সরকারের আদেও কোনৈ হেলদোল আছে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ দেখা দিয়েছে মানুষের মধ্যে। শিশুমৃত্যুর প্রতিবাদে বিক্ষোভ দেখানোর অজুহাতে বিহার পুলিশ FIR করল ৩৯ জন অভিভাবকের বিরুদ্ধে।
নীতীশ কুমারের আয়ত্তে থাকা সরকার এই সিদ্ধান্ত নেওয়ায় শুরু হয়েছে বচসা। বিরোধীরাও এই শিশু হারানো অভিভাবকদের বিরুদ্ধে FIR নিয়ে মুখ খুলেছেন। ইতিমধ্যেই সমালোচনা শুরু হয়েছে এনসেফ্যালাইটিস নিয়ন্ত্রণে রাজ্য সরকারের ভূমিকা সংক্রান্ত দায় দায়িত্বকে কেন্দ্র করে। সুপ্রিম কোর্ট নোটিশ পাঠিয়েছে উপযুক্ত কী ব্যবস্থা নেওয়া হয়েছে সরকারের তরফ থেকে, তা জানতে। এই মামলার শুনানি হবে ১০ দিন পর।
গত ১ মাস ধরে এনসেফ্যালাইটিস ভয়াবহ আকার নিয়েছে মুজফ্ফরপুর-সহ বিহারের বিভিন্ন এলাকায়। মৃত্যু হয়েছে শতাধিক শিশুর। জানা গেছে এই শিশু মৃত্যুর সংখ্যা দেড় শত ছাড়িয়েছে।