ফিরহাদ হাকিম ঘনিষ্ঠ পরিচয় দিয়ে সরকারি চাকরি দেওয়ার নামে টাকা লুঠ করে পালাল যুবক

বাংলা হান্ট ডেস্কঃ একদিকে যত রাজ্য জুড়ে বাড়ছে বেকার যুবকদের যন্ত্রনা, অন্যদিকে তেমনি বেড়ে চলেছে প্রতারণা চক্র। একবার সামনে এলো, চাকরি দেওয়ার নাম করে টাকা প্রতারণার ঘটনা। তাও আবার খোদ কলকাতার কাশিপুর আলমবাজার এলাকায়। তৃণমূলের বিশিষ্ট নেতা তথা মন্ত্রী ফিরহাদ হাকিমের নাম নিয়েই করা হয় এই প্রতারণা। ইতিমধ্যেই কাশিপুর থানায় অভিযোগ দায়ের হয়েছে ওই প্রতারকের নামে।

জানা গিয়েছে, নিজেকে মন্ত্রী ফিরহাদ হাকিমের ঘনিষ্ঠ হিসেবে পরিচয় দিত অয়ন বড়ুয়া নামের ওই অভিযুক্ত। কাশিপুর এলাকার সাত জন এবং আলমবাজার এলাকার ছজন সহ মোট ১৩ জনের কাছ থেকে কয়েক লক্ষ টাকা চাকরি দেওয়ার নাম করে হাতিয়ে নিয়েছে সে। এই মর্মেই অভিযোগ দায়ের করা হয়েছে কাশিপুর থানায়। অভিযুক্ত বর্তমানে পলাতক। তার খোঁজে এখন তল্লাশি চালাচ্ছে পুলিশ।

   

যুবকদের অভিযোগ, তাদের কাছে অয়ন জানায়, বিজেপি এবং তৃণমূলের ক্ষমতা এই সময় বাংলায় প্রায় সমান সমান। সেই কারণেই জনপ্রিয়তা বাড়াতে এলাকার বেশ কিছু ছেলেকে স্বাস্থ্য ভবন, কলকাতা কর্পোরেশন এবং পুর ও নগরোন্নয়ন দফতরের বিভিন্ন পদে নিয়োগ করা হচ্ছে। সেই সূত্র ধরেই কারও কাছে পনেরো হাজার কারও কাছে কুড়ি হাজার এমনকি কাশিপুর গোলাপট্টির বাসিন্দা আব্দুল কাদের খানের থেকে নগদ তিন লক্ষ টাকা তোলে অয়ন। কিন্তু এরপরে হঠাৎই তার ফোন বন্ধ হয়ে যায়, বার বার দেখা করতে চাইলেও ওই যুবকদের সাথে আর দেখা করেনি অয়ন। গত এপ্রিল মাস থেকে কার্যত পলাতক সে।

337573 firhad 12

এই মুহূর্তে তার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। কিন্তু প্রশ্নটা থেকেই যাচ্ছে, আর কতবার এভাবে প্রতারণার মুখে পড়তে হবে বেকার যুবক যুবতীদের। কবে বন্ধ হবে এই ধরনের প্রতারণা? কবে হবে এদের উপযুক্ত শাস্তি?

 

 

Avatar
Abhirup Das

সম্পর্কিত খবর