প্রকল্পের নামে প্রধানমন্ত্রী থাকলে মুখ্যমন্ত্রীর নামও জুড়তে হবে! বিস্ফোরক ফিরহাদ হাকিম

বাংলা হান্ট ডেস্কঃ ১০০ দিনের কাজের (100 days work) প্রকল্পের পাশাপাশি অন্যান্য একাধিক প্রকল্প বাবদ রাজ্যের বকেয়া টাকা দিচ্ছে না কেন্দ্র সরকার, এই অভিযোগ তুলে অতীতে একাধিকবার বিজেপিকে (BJP) আক্রমণ শানায় তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) এবং খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং এই ইস্যুকে কেন্দ্র করে ফের একবার মন্তব্য করলেন কলকাতার মেয়র তথায় তৃণমূল কংগ্রেস নেতা ফিরহাদ হাকিম (Firhad Hakim)।

কেন্দ্র সরকারের উদ্দেশ্যে ফিরহাদ বলেন, “আপনারা টাকা আটকে রেখে আমাদের টাইট দিচ্ছেন না। রাজ্যের গরিব মজদুরদের টাইট দিচ্ছেন।”

অতীতেও একাধিক সময় কেন্দ্র সরকারের বিরুদ্ধে বাংলাকে বঞ্চনা করার অভিযোগ আনেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আবার অপরদিকে বিজেপি নেতা-মন্ত্রীরা দাবি করে, কেন্দ্র সরকার দ্বারা বিভিন্ন প্রকল্প শুরু করা হলেও পরবর্তীতে তা বদল করে বাংলার নামে প্রকল্পগুলি শুরু করা হয়েছে। এছাড়াও তৃণমূল সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ পর্যন্ত তোলেন অনেকেই আর এবার তাদের উদ্দেশ্যে পাল্টা কটাক্ষ করলেন ফিরহাদ হাকিম।

এদিন ফিরহাদ বলেন, “আমাদের বাংলায় যারা আছেন, তাদের কাছে প্রধানমন্ত্রীর নাম গুরুত্বপূর্ণ নাকি বাংলার মানুষ? কেন্দ্রের দ্বারা স্কিমে প্রদান করা টাকা আসলে বাংলার মানুষের ট্যাক্সের টাকা। এটা গুজরাট দিচ্ছে না। ২০১৮-১৯ সালে আমাদের রাজ্য থেকে ৪৪ হাজার ৬৩৮ কোটি টাকা নিয়েছে কেন্দ্র। এর একটা অংশ কেন্দ্রের দেওয়ার কথা থাকলেও তা প্রদান করা হয়নি। জিএসটি থেকে এক্সাইজ, সেসে লক্ষ লক্ষ কোটি টাকা নিয়েছে কেন্দ্র, অথচ বাংলাকে বঞ্চনা ছাড়া আর কিছুই দেওয়া হয়নি।”

কলকাতার মেয়র আরও বলেন, “প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাংলার মানুষ দেয় ৫৭ শতাংশ আর বাকিটা দেয় কেন্দ্র সরকার। তাহলে কেন কেন্দ্রের নাম ব্যবহার করা হবে? গ্রামে যে সকল প্রকল্প গুলি চলছে, সেখানে কেন্দ্রের প্রদান করার অর্থের পরিমাণ মাত্র ৪০ শতাংশ। শহরের ক্ষেত্রে তা ২৫ শতাংশ। তাহলে প্রকল্পে শুধুমাত্র প্রধানমন্ত্রীর নাম কেন থাকবে?”

36257f6b08519f012e47445567233aad

সবশেষে কেন্দ্র সরকারের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, “ভারতের সংবিধান অনুযায়ী, বাংলাকে টাকা প্রদান করতে হবে। আপনারা আমাদের টাইট দিচ্ছেন না, টাইট দেওয়া হচ্ছে বাংলার মজদুরদের। এভাবে কখনোই টাকা আটকাতে পারবেন না। প্রকল্পে মোদীর নাম থাকলে মুখ্যমন্ত্রীর নাম জুড়তে হবে।”

Avatar
Sayan Das

সম্পর্কিত খবর